Shikhar Dhawan: আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে আর নেই! IPL খেলবেন শিখর ধাওয়ান?

Aug 24, 2024 | 1:05 PM

Shikhar Dhawan announces retirement: ভারতীয় ক্রিকেটের গব্বর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শিখর ধাওয়ান অবসরের কথা জানান। এক ভিডিয়ো বার্তা দিয়ে তিনি নিজের মনোভাব শেয়ার করেছেন।

Shikhar Dhawan: আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে আর নেই! IPL খেলবেন শিখর ধাওয়ান?
আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে আর নেই! IPL খেলবেন শিখর ধাওয়ান?
Image Credit source: X

Follow Us

কলকাতা: শনি-সকালে ক্রিকেটকে আলবিদা জানালেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) গব্বর। এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো বার্তা শেয়ার করে অবসরের কথা ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় শিখরের। দেশের জার্সিতে শেষবার তিনি খেলেন ২০২২ সালে। ২৪ অগস্ট ভারতের তারকা ওপেনার ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিয়োতে জানান, এ বার সময় এসেছে ক্রিকেট কেরিয়ারে ইতি টানার।

বিদায়… হাসিমুখে ক্রিকেটকে আলবিদা জানালেন শিখর ধাওয়ান

এই খবরটিও পড়ুন

শিখর ধাওয়ান অবসর নিয়ে যে পোস্ট করেছেন তার ক্যাপশনে লেখেন, ‘আমি ক্রিকেট যাত্রা শেষ করছি। আমার সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি আমি তার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।’ ভিডিয়োতে শিখরকে বলতে শোনা যায়, ‘সকলকে নমস্কার। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে শুধু স্মৃতির নজরে পড়ে। আর সামনে দেখতে পাই একটা পুরো দুনিয়া। বরাবর আমার একটাই লক্ষ্য ছিল ভারতের হয়ে খেলা। আমি ভারতের হয়ে খেলেছি।’

জাতীয় দলে শিখরের খেলার স্বপ্নপূরণ হওয়ার জন্য তিনি অনেককে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ‘যার জন্য আমি অনেককে ধন্যবাদ জানাই। সবার প্রথমে আমার পরিবার, ছেলেবেলার কোচ তারক সিনহাজি, মদন শর্মাজি যাঁদের কাছে আমি ক্রিকেট শিখেছি। তারপর আমি ধন্যবাদ জানাই আমার টিমকে। যাঁদের সঙ্গে আমি অনেকগুলো বছর খেলেছি। একটা পরিবার পেয়েছি। পরিচিতি পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। ওই যে বলে গল্পের আগে এগোনোর জন্য পাতা উলটে দেওয়া জরুরি। আমিও সেটাই করতে চলেছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।’

ধাওয়ান একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলতে পেরেছি বলে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ দিয়েছিল, বলে তাদের ধন্যবাদ। সমর্থকদের ভালোবাসা পেয়েছি। আমি নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবো না বলে দুঃখ পাওয়ার প্রয়োজন নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।’

শিখর ধাওয়ান আলাদা করে বলেননি, তিনি আর আইপিএলে খেলবেন কিনা। ফলে তাঁর অনুরাগীরা ভাবতেই পারেন, ফের ধাওয়ানকে ২২ গজে দেখা যাবে আইপিএলের আঙিনায়।

Next Article