India vs South Africa: কেপটাউনে অনুশীলন শুরু ধাওয়ান-চাহালদের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 15, 2022 | 1:19 PM

রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায় প্রোটিয়া সফরে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। নেতৃত্ব হারানোর পর প্রথম বার ওয়ানডে খেলবেন বিরাট কোহলি। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করলেও বিরাটের ব্যাট থেকে শতরান আসেনি। একদিনের সিরিজে শতরান পাওয়ার অপেক্ষায় কোহলি। ২ বছর পেরিয়ে গেলেও সেঞ্চুরি পাননি। সেই খরাই কাটাতে চান বিরাট।

India vs South Africa: কেপটাউনে অনুশীলন শুরু ধাওয়ান-চাহালদের
অনুশীলনে ভারতীয় দল। ছবি: টুইটার

Follow Us

কেপটাউন: টেস্ট সিরিজ অতীত। এবার লক্ষ্য একদিনের সিরিজ। দক্ষিণ আফ্রিকায় (South Africa) টেস্ট সিরিজ জয় অধরাই থাকল ভারতের (Indian Cricket Team)। প্রথম টেস্ট জেতার পরও পরপর দুটো টেস্টে হার টিম ইন্ডিয়ার। ব্যর্থতার জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। চেতেশ্বর পূজারা-অজিঙ্কা রাহানেদের ফর্ম নিয়টে প্রশ্ন উঠে গিয়েছে। টেস্ট সিরিজ হারের পর একদিনের সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। আর সেই লক্ষ্যে অনুশীলন শুরু শিখর ধাওয়ানদের (Shikhar Dhawan)। দীর্ঘদিন বাদে জাতীয় দলে কামব্যাক করেছেন ধাওয়ান। সাদা বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে মরিয়া ‘গব্বর’। একদিনের সিরিজে ফের নিজের জায়গা পাকা করার লক্ষ্যে ধাওয়ান। একদিনের সিরিজে স্কোয়াডে থাকা ৮ ক্রিকেটার নেমে পড়লেন অনুশীলনে। জোরকদমে নেট সেশনে ঘাম ঝরান ধাওয়ানসহ ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদবরা।

 

ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, প্রসিধ কৃষ্ণা, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহালরাও নেটে অনুশীলন করেন। ১৯ তারিখ পার্লে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায় প্রোটিয়া সফরে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। নেতৃত্ব হারানোর পর প্রথম বার ওয়ানডে খেলবেন বিরাট কোহলি। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করলেও বিরাটের ব্যাট থেকে শতরান আসেনি। একদিনের সিরিজে শতরান পাওয়ার অপেক্ষায় কোহলি। ২ বছর পেরিয়ে গেলেও সেঞ্চুরি পাননি। সেই খরাই কাটাতে চান বিরাট। একদিনের সিরিজে সহ অধিনায়ক হয়েছেন জসপ্রীত বুমরা। শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুররাও যোগ দেবেন দলের সঙ্গে। করোনা সংক্রমিত হওয়ায় একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় খেলবেন জয়ন্ত যাদব।

 

 

 

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুর এনসিএ-তে জোরকদমে অনুশীলন করেছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমাররা। চার বছর আগে প্রোটিয়া সফরে বিরাটের ক্যাপ্টেন্সিতে টেস্ট সিরিজ হারের পরও একদিনের সিরিজ জেতে ভারত। ৫ ম্যাচের একদিনের সিরিজে ৪-১ জিতেছিল টিম ইন্ডিয়া। টেস্টে হারের ধাক্কা কাটিয়ে এ বারও ৩ ম্যাচের একদিনের সিরিজ জিততে মরিয়া ভারত। ১৯ ও ২১ তারিখ দুটো ওয়ান ডে-ই হবে বোল্যান্ড পার্কের পার্লে। ২৩ তারিখ সিরিজের শেষ একদিনের ম্যাচ কেপটাউনে।

 

আরও পড়ুন: India vs South Africa: পিটারসেনের ক্যাচ ফেলায় নেটিজ়েনদের রোষের মুখে চেতেশ্বর পূজারা

Next Article