AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan: নতুন সম্পর্কে শিখর ধাওয়ান… কে সেই রহস্যময়ী সুন্দরী?

সম্পর্কের গুঞ্জনটা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়। দর্শক আসনে শিখরের সঙ্গে দেখা যায় এক বিদেশিনীকে। সোনালি চুলের ওই মহিলা কে, তখন থেকেই শুরু হয়ে যায় গুঞ্জন।

Shikhar Dhawan: নতুন সম্পর্কে শিখর ধাওয়ান... কে সেই রহস্যময়ী সুন্দরী?
Shikhar Dhawan: নতুন সম্পর্কে শিখর ধাওয়ান... কে সেই রহস্যময়ী সুন্দরী?
| Updated on: Apr 06, 2025 | 10:15 AM
Share

কলকাতা: নতুন সম্পর্কে শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সদ্য অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। ইদানীং কমেন্ট্রি বক্সে নিয়মিত দেখা যায় তাঁকে। তাও কিন্তু খবরে রয়েছেন প্রবল ভাবে। এক বিদেশিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ার। এক অনুষ্ঠানে নিজেই ফাঁস করে দিয়েছেন প্রেমের গল্প। ২০২৩ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ধাওয়ানের। প্রাক্তন ওপেনার আবার পড়েছেন নতুন প্রেমে। বিদেশিনী কে? কোথায় দেখা হল তাঁদের?

সম্পর্কের গুঞ্জনটা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়। দর্শক আসনে শিখরের সঙ্গে দেখা যায় এক বিদেশিনীকে। সোনালি চুলের ওই মহিলা কে, তখন থেকেই শুরু হয়ে যায় গুঞ্জন। ওই ভিডিয়ো পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায় সেই নারীর নাম সোফি শাইন। আয়ারল্যান্ডের বাসিন্দা। সব জল্পনা ধাওয়ান নিজেই উড়িয়ে দিয়ে সম্পর্কের কথা প্রকাশ করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচের ভাইরাল ভিডিও সম্পর্কে এক অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নতুন প্রেমিকার নাম কী?

ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন। পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, “আমি কোনও নাম বলব না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।” ঠিক সেই মুহূর্তেই অনুষ্ঠানের ক্যামেরাম্যান সেই রহস্যময় নারীর দিকে ক্যামেরা ঘোরান। যাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ধাওয়ানের সঙ্গে সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল। প্রাক্তন স্ত্রীর আয়েশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাঁদের একটি পুত্র সন্তানও আছে। আদালতের রায়ে সেই সন্তানের দায়ভার শিখর পাননি। পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী আয়েশা। নিজের ১১ বছরে সন্তানকে প্রতি মুহূর্তে মিস করেন শিখর। এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন, “আমি আমার ছেলের সঙ্গে দুই বছর হল দেখাই করতে পারিনি। গত বছর কথা পর্যন্ত বলিনি। আমি ওকে প্রতি মুহূর্তে মিস করি।”