Virat Kohli: সেঞ্চুরির হ্যাটট্রিকে সকলকে চুপ করাতে পারে… ‘ব্যর্থ’ বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন সতীর্থ

Jun 14, 2024 | 7:15 PM

T20 World Cup 2024: এ বারের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি তিন ম্যাচে করেছেন যথাক্রমে ১, ৪ ও ০ রান। বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে এই প্রথম বার গোল্ডেন ডাক হয়েছেন বিরাট কোহলি। কিন্তু 'ব্যর্থ' কোহলি যে কোনও সময় ছন্দে ফিরতে পারেন, তেমনই বলছেন তাঁর এক সতীর্থ।

Virat Kohli: সেঞ্চুরির হ্যাটট্রিকে সকলকে চুপ করাতে পারে... ব্যর্থ বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন সতীর্থ
Virat Kohli: সেঞ্চুরির হ্যাটট্রিকে সকলকে চুপ করাতে পারে... 'ব্যর্থ' বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন সতীর্থ
Image Credit source: X

Follow Us

কলকাতা: মাস খানেক আগে আইপিএলের সময় ছিলেন তিনি রানের পাহাড়ে। আর এখন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) তিনি রানের খোঁজে। বলার অপেক্ষা রাখে না, কথা হচ্ছে কাকে নিয়ে? তিনি বিরাট কোহলি (Virat Kohli)। চলতি বিশ্বকাপে তাঁকে নিয়ে অনেক আশায় ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু কোহলি আপাতত সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। অনেকেই কোহলির ফর্ম নিয়ে চিন্তিত। কিন্তু সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি বিরাটের ফর্ম নিয়ে একেবারেই ভাবিত নন। এ বার কোহলির হয়ে ব্যাট ধরলেন তাঁরই এক সতীর্থ। সবাইকে চুপ করাতে বিরাট যে সেঞ্চুরির হ্যাটট্রিকও করতে পারেন এমনটাই বলেছেন শিবম দুবে।

এ বারের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি তিন ম্যাচে করেছেন যথাক্রমে ১, ৪ ও ০ রান। বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে এই প্রথম বার গোল্ডেন ডাক হয়েছেন বিরাট কোহলি। কিন্তু ‘ব্যর্থ’ কোহলি যে কোনও সময় ছন্দে ফিরতে পারেন, তেমনই বলছেন তাঁর এক সতীর্থ। প্রেস কনফারেন্সে ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে বলেন, ‘কোহলিকে নিয়ে আমি বলার কে! তিনি তিন ম্যাচে রান পাননি। হতেই পারে তিনি পরের তিন ম্যাচে তিনটে শতরান করবেন। এবং তারপর আর কোনও আলোচনাও হবে না। আমরা সকলেই জানি তাঁর খেলার ধরন এবং তিনি কেমন খেলেন।’

চেন্নাই সুপার কিংসের তারকা প্লেয়ার শিবম দুবে নিজের ছন্দে না থাকা নিয়েও বলেছেন। ১৭তম আইপিএলে তিনি ভালো ছন্দে ছিলেন। কিন্তু ভারতের হয়ে চলতি বিশ্বকাপে ছন্দ পাচ্ছিলেন না শিবম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০ অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে করেন মাত্র ৩ রান। এই দুই ম্যাচে বল করেননি শিবম। আমেরিকার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন শিবম। ১ ওভার বলও করেন। ১১ রান দেন। কিন্তু উইকেট পাননি। তিনি বলেনস ‘আমি ফর্ম নিয়ে স্ট্রাগল করছি। কী ভাবে ছন্দে ফিরতে পারি, তাতে ফোকাস করছি। অতীতে যা করেছি, তা নিয়ে আমি নিজের ওপর কখনও সন্দেহ করি না। শুধু এটাই ভাবছি সিএসকেতে যা করেছি, সেটা এখানকার পরিবেশের সঙ্গে খাপ খায় না। এই পরিবেশ আলাদা। তাই এখানে আমি একটু আলাদাই ব্যাটিং করেছি।’

 

Next Article