Shoaib Akhtar: “ভারত এমন কী? ওরাও হারবে”, পাকিস্তানের পরাজয়ে ক্ষুব্ধ শোয়েবের ‘অভিশাপ’

জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের দুঃখে ডুবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। অথচ মুখে লাগাম নেই তাঁর। পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে ভারতীয় দলকে 'অভিশাপ' দিয়ে বসলেন শোয়েব।

Shoaib Akhtar: ভারত এমন কী? ওরাও হারবে, পাকিস্তানের পরাজয়ে ক্ষুব্ধ শোয়েবের 'অভিশাপ'
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 4:45 PM

করাচি: ভারতের পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও শেষ বলের থ্রিলারে হার। টানটান মুহূর্তে স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ জিততে ব্যর্থ বাবর আজমের পাকিস্তান। মাত্র ১৩০ রানের পুঁজি নিয়ে বিশ্বকাপে ম্যাচ জিতে দেখিয়ে দিয়েছে জিম্বাবোয়ে (Pak vs Zim)। ভারতের বিরুদ্ধে হেরে যাওয়াই দুঃখ পেয়েছিলেন, তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে হার কিছুতেই হজম হচ্ছে না প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বাবর আজমদের ধুয়ে দেন তিনি। বাবর আজমদের সেমিফাইনালে পথ এত বেজায় কঠিন। অনেক অঙ্ক রয়েছে, সেগুলির সবগুলি মিলে গেলে তবেই পাকিস্তান টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) অস্ট্রেলিয়ায় সেমিফাইনাল খেলতে পারবে। দু’দুটি ম্যাচ হেরে গিয়ে বাবরদের আত্মবিশ্বাস তলানিতে। এই অবস্থায় তাঁরা যে বাকি ম্যাচগুলি জিতবেই তার কোনও নিশ্চয়তা নেই। যাই হোক, নিজের দেশ হেরে গেলে একজন প্রাক্তন ক্রিকেটারের দুঃখ এবং ক্ষোভ হওয়া স্বাভাবিক। তা বলে অন্য দলের হার কামনা করবেন! হ্যাঁ, ভারতকে নিয়ে পাক কিংবদন্তি মুখ থেকে বেরলো এমন কিছু শব্দ, যা অবাক করেছে ক্রিকেট বিশ্বকে। কী বলেছেন শোয়েব, তুলে ধরল Tv9 Bangla

নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “ভীষণ হতাশার এবং লজ্জানজক। সত্যিটা এটাই যে জিম্বাবোয়ের মতো দলকে হারাতে গিয়ে আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে। দল নির্বাচন খুবই মধ্যম মানের। আমাদের মানসিকতাও তাই। আর এসব কারণে পাকিস্তান ক্রিকেট সংকটে পড়ে গিয়েছে।” জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের হার নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছিলেন শোয়েব। অথচ তাঁর মাথায় ক্রমাগত ঘুরছিল ভারত। তাই রাগের মাথায় ‘মনের কথা’ ব্যক্ত করেই দিলেন। নিজের দলকে তুলোধোনা করার পর বললেন, “আমি আগেই বলেছিলাম,পাকিস্তান খুব তাড়াতাড়ি দেশে ফিরবে। আগামী সপ্তাহে ভারতও হেরে গিয়ে নিজেদের দেশে ফিরে যাবে। ওরা এমন কিছু টিম নয়। সেমিফাইনাল খেলেই ফিরে আসবে।”

শোয়েব ছাড়া আরও এক প্রাক্তনী মহসিন খান ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দেখুন আমাদের ক্রিকেটের অবস্থা। জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে ১৩০ রান করতে পারলাম না। ব্যাটিং বিভাগের হাল যদি এমন হয় তাহলে পাকিস্তান ক্রিকেটকে একমাত্র আল্লা বাঁচাতে পারে।” জাভেদ মিয়াঁদাদ বলেন, “ভালো ভালো ব্যাটারদের দলের বাইরে রেখে ওঁচা ক্রিকেটারদের দিয়ে খেলালে এই অবস্থা হবে।” খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন ক্রিকেটার সলমান বাট। বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।