আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে পাকিস্তান (Pakistan)। ৩ ম্যাচ জিতে সেমির পথে পা বাড়িয়ে রেখেছেন বাবর আজম, ফখর জমনরা। মঙ্গলবার সামনে নামিবিয়া (Namibia)। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী টিম পাকিস্তান।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) বলেন, ‘টানা ৩ ম্যাচ জিতে আমরা অনেক আত্মবিশ্বাসী। তবে ভারত ম্যাচই আমাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। যখন কোনও ম্যাচ জেতার জন্য মাঠে নামে কোনও দল, সেই দলের ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস থাকা উচিত। অনেকেই এই বিশ্বকাপে অনেক দলকে ফেভারিট হিসেবে ধরেছিল। কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি। টুর্নামেন্টের শুরুতেই ভারতকে হারানোয় আমাদের মনোবল কয়েক গুণ বেড়ে যায়। কারণ এমন একটা ম্যাচে জয় ড্রেসিংরুমকে অনেক আত্মবিশ্বাস জোগায়।’
Team Pakistan had an extensive nets and training session at the ICC Academy, a day ahead of their #T20WorldCup clash against Namibia in Abu Dhabi.#WeHaveWeWill pic.twitter.com/l7aYdZO0Ri
— Pakistan Cricket (@TheRealPCB) November 1, 2021
শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। ভারতের পারফরম্যান্স দেখার পর সানিয়ার কি প্রতিক্রিয়া সে ব্যাপারে কোনও কথা বলতে চাননি শোয়েব। তিনি বলেন, ‘আমরা নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছি। অন্য কোথাও তাকাচ্ছি না। যখন কোনও টুর্নামেন্ট শুরু হয়, প্রত্যেকেই নিজের সেরাটা উজাড় করে দিতে চায়। পাকিস্তান দল বিশ্বকাপের জন্য যে ভাবে প্রস্তুতি নিয়েছে, যে ভাবে চাপ সামলাচ্ছে, তা এককথায় অনস্বীকার্য।’
নামিবিয়ার সঙ্গে কখনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি পাকিস্তান। ২০০৩ বিশ্বকাপে (৫০ ওভার) অবশ্য নামিবিয়ার বিরুদ্ধে এক বার খেলার সুযোগ হয়েছে পাক দলের। সে বার ১৭১ রানে জিতেছিলেন ওয়াসিম আক্রমরা। প্রতিপক্ষের চেয়ে শক্তির বিচারে এগিয়ে থাকলেও সতর্ক শোয়েব মালিক। ৩৯ বছরের তারকা ক্রিকেটার বলেন, ‘কুড়ি ওভারের ফরম্যাটে যে কেউ যখন তখন বাজিমাত করতে পারে। কাউকে খাটো করে দেখা উচিত নয়। আমরা নিজেদের উপর আত্মবিশ্বাসী।’ একই সঙ্গে বাবলে থেকে বিশ্বকাপে খেলা যে কঠিন তাও স্বীকার করেন শোয়েব মালিক।
আরও পড়ুন : T20 World Cup: পাওয়ার প্লে-র পরই খেলাটা ঘুরে যায়: সচিন