T20 World Cup: পাওয়ার প্লে-র পরই খেলাটা ঘুরে যায়: সচিন

ফেসবুক ভিডিওয় সচিন (Sachin Tendulkar) বললেন, 'নিউজিল্যান্ড চমৎকার বোলিং করেছে। সেই সঙ্গে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের বোলিং পরিবর্তনও দারুণ ছিল। আসলে ওরা একটা ভালো পরিকল্পনা নিয়ে নেমেছিল মাঠে।'

T20 World Cup: পাওয়ার প্লে-র পরই খেলাটা ঘুরে যায়: সচিন
ভারত-নিউজিল্ফাযান্ইড ম্যাচের বিশ্লেষণে সচিন চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 7:20 PM

কলকাতা: সুনীল গাভাসকরের বিশ্লেষণের প্রতিধ্বণি শোনা যাচ্ছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মুখে। পাওয়ার প্লে-র পরের কয়েকটা ওভার, অর্থাৎ ৭ থেকে ১২-১৩ ওভার পর্যন্ত ভারতীয় (India) টিম স্কোর বোর্ড সচল রাখতে পারে না। যার ফলে টি-টোয়েন্টি ম্যাচে সাম্প্রতিক সাফল্য নেই বিরাট কোহলিদের (Virat Kohli)। বিশ্বকাপের (T20 World Cup) আগেই এমন ব্যাখ্যা ছিল সানির। তিনি যে ভুল বলেননি, পাকিস্তান ম্যাচেও তা দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দীনতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। আর সেটাই তুলে ধরেছেন মাস্টারব্লাস্টার।

ফেসবুক ভিডিওয় সচিন বললেন, ‘নিউজিল্যান্ড চমৎকার বোলিং করেছে। সেই সঙ্গে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের বোলিং পরিবর্তনও দারুণ ছিল। আসলে ওরা একটা ভালো পরিকল্পনা নিয়ে নেমেছিল মাঠে।’

কিউয়িদের বিরুদ্ধে ভুলটা কী করলেন বিরাটরা? সচিনের ব্যাখ্যা, ‘৬ ওভারে ভারতের স্কোর ছিল ৩৫-২। তার মধ্যে ২০ রান এসেছিল প্রথম ৫ ওভারে। কিন্তু ষষ্ঠ ওভারের পর ১০ ওভার পর্যন্ত আমরা মাত্র ১৩ রান করতে পেরেছিলাম। আমার মতে ওটাই টার্নিং পয়েন্ট। ওখান থেকেই আমরা যাবতীয় সুযোগ হারাতে শুরু করি। সহজ সিঙ্গলসগুলো তখন আর নেওয়া যায়নি। আমাদের ব্যাটাররা যে কারণে বড় শট নেওয়ার চেষ্টা করেছিল।’

লিগ টেবলের যা পরিস্থিতি, তাতে ভারতের পক্ষে এখন সেমিফাইনালে পৌঁছনোই কঠিন কাজ। আর তা সম্ভব করতে হলে অনেক অঙ্ক মেলাতে হবে। ম্যাচে ফিরে গিয়ে সচিন জানিয়েছেন, ৪৮-৪ থেকে চাপ বাড়তে শুরু করেছিল ভারতের। ৭১ বল খেলেও একটাও চার মারতে পারেননি ভারতীয়রা।

সচিনের কথায়, ‘যখন পন্থ ব্যাট করতে এসেছিল, সঙ্গে সঙ্গে স্পিনারদের সরিয়ে নিয়েছিল উইলিয়ামসন। দারুণ পরিবর্তন ছিল ওটা। আমার মনে হয়েছে, ভারত ক্যাচ দেওয়ার খেলা খেলছিল। তার কারণই হল, নিউজিল্যান্ড বোলাররা তখন কিন্তু ম্যাচ নিজেদের মুঠোয় রেখেছিল। বাধ্য হয়েই বড় শটের ঝুঁকতে হয় ভারতীয় ব্যাটারদের।’

একই সঙ্গে সচিন বলছেন, ‘ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসন জুটিটা বাকি কাজটা সেরেছিল দলের হয়ে। উইলিয়ামসন ববারবারই টিমের পাহাড় হিসেবে কাজ করে। ও ক্রিজে থাকা মানে, খেলা মুঠোয় রাখবে। ওর সঙ্গে মিচেলও বেশ কিছু চমৎকার শট খেলেছে। নিয়মিত স্ট্রাইক বদলেছে। যে কারণে ম্যাচটা বের করতে সুবিধা হয়েছিল।

আরও পড়ুন : England vs Sri Lanka Live Score, T20 World Cup 2021: শারজায় দুরন্ত ইংল্যান্ডের সামেন শ্রীলঙ্কা