India vs England: ধাক্কা মেরে দিই? রোহিতকে কেন এমন প্রশ্ন ঋষভের!

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি ২০ তে ফের আলোচনায় স্টাম্প মাইক। আলোচনার কেন্দ্রে সেই ঋষভ পন্থ।

India vs England: ধাক্কা মেরে দিই? রোহিতকে কেন এমন প্রশ্ন ঋষভের!
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 3:29 PM

এজবাস্টন : স্টাম্প মাইকে নানা মজার কথাবার্তাই ধরা পড়ে। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) স্টাম্প মাইকে নানা কথার ‘গোল্ডেন কালেকশন’ও বের করা যায়। কুলদীপ যাদব, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজারা নানা মধুর-বাণী শুনেছেন ধোনির থেকে। তবে সাম্প্রতিক সময়ে স্টাম্প মাইকে সুপার হিট ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ট্রেলিয়া সফরে টিম পেইন-র সঙ্গে তাঁর বার্তালাপ ধারাভাষ্যকারদেরও আনন্দ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছিলেন ধারাভাষ্য বন্ধ রেখে স্টাম্প মাইক সাউন্ড বাড়িয়ে দিলে ভাল হয়।

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি ২০ তে ফের আলোচনায় স্টাম্প মাইক। আলোচনার কেন্দ্রে সেই ঋষভ পন্থ। তিন ম্যাচের সিরিজের প্রথম দু ম্যাচই জিতেছে ভারত। সাউদাম্পটনে প্রথম ম্যাচে মূলত আয়ারল্যান্ডে খেলা ভারতীয় দলটাই খেলেছে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ফুল টাইম অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ম্য়াচে ফিরেছেন তারকা ক্রিকেটাররা। ব্যাটিং অর্ডারে দেখা গিয়েছে চমক। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামেন ঋষভ পন্থ। এই জুটির ব্যাটিংয়ের সময়ই মজার কান্ড।

বোলাররা বোলিংয়ের পর ফলো থ্রু তে অনেকটা এগিয়ে যান। পেসাররা অনেকটা বেশি। ব্য়াটারদের ক্ষেত্রে অনেক সময়ই তা সমস্যা তৈরি করে। তাঁরা হয়তো রান নেওয়ার জন্য মরিয়া দৌড়চ্ছেন। মাঝে বোলার। তাঁকে পাশ কাটিয়ে দৌড়তে গেলে বাড়তি সময় যায়। অনেক সময় অজান্তেই ব্যাটারদের পথে এসে পড়েন বোলাররা। কখনও বা সমস্য়া তৈরির জন্যও এমনটা করে থাকেন। দ্বিতীয় টি ২০ তে এমন পরিস্থিতিতেই বিরক্ত হলেন ঋষভ পন্থ। বারবার তাঁর দৌড়নোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। একটা সময় বিরক্ত ঋষভ অধিনায়ক রোহিতকে বলেই ফেলেন, ‘এরপর আমারা রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে ধাক্কা মেরে দেব কি?’ স্টাম্পমাইকে ধরা পড়েছে ঋষভের সেই মজার প্রশ্ন। তেমনই রোহিতও উত্তরে বলছেন, ‘মেরে দে।’ ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের প্রথম ওভারেই। বোলার ছিলেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার ডেভিড উইলি। অল্পের জন্য বড় রকমের সংঘর্ষ হয়নি ঋষভ-উইলির। ঝুঁকি পূর্ণ সিঙ্গলসের পরই রোহিতকে ঋষভ বলেন, ‘সামনে এসে পড়েছিল। ধাক্কা মেরে দেব নাকি!’ রোহিতও মজাতেই রিপ্লাই দেন, ‘মেরে দে আর কী।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।

অনেকে আবার ভারত-বাংলাদেশ ম্যাচের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে রোহিতের দৌড়নোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রোহিত কিছু বলেননি। মোক্ষম জবাব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজুরকে ধাক্কা মেরেই রান সম্পূর্ণ করেছিলেন মাহি।