Virat Kohli: ব্যাটে রান নেই, ভাঙড়া নেচে দর্শকদের মন ভরালেন কোহলি

India vs England: এজবাস্টনে ভাঙড়া নেচে গ্যালারিতে থাকা সমর্থকদের মন ভরালেন বিরাট কোহলি।

Virat Kohli: ব্যাটে রান নেই, ভাঙড়া নেচে দর্শকদের মন ভরালেন কোহলি
Virat Kohli: ব্যাটে রান নেই, ভাঙড়া নেচে দর্শকদের মন ভরালেন কোহলি Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 3:03 PM

বার্মিংহাম: বিরাট কোহলি (Virat Kohli)… মাঠে নামলেই দর্শকদের মন জয় করে নেন। ব্যাট হাতে তো বটেই, পাশাপাশি ২২ গজে খোশমেজাজে থাকা কোহলিকে দেখে দর্শকদের মন ভরে যায়। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। তার পর একাধিক ম্যাচে খেলেছেন ভিকে। কিন্তু ইডেনের গোলাপি বল টেস্টের পর থেকে তাঁর ব্যাটে চলছে সেঞ্চুরির খরা। ইংল্যান্ড (England) সফরে গিয়েও রান পাচ্ছেন না কোহলি। এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৩১ রান। এরপর সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বিশ্রামে ছিলেন। বাটলারদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচে ৩ বলে ১ রান করে গেলেন বিরাট। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা রিচার্ড গ্লেসন তুলে নেন বিরাট কোহলির উইকেট। তবে ব্যাট হাতে বিনোদন দিতে না পারলেও ফিল্ডিংয়ের সময় এজবাস্টনের দর্শকদের মন জিতে নিয়েছেন কোহলি।

এজবাস্টনে ভাঙড়া নেচে দর্শকদের মন ভরালেন কোহলি

শনিরাতে ইংল্যান্ডের ইনিংস চলাকালীন লং অন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। ওই সময়ে গ্যালারিতে থাকা দর্শকরা কোহলির নাম ধরে ডাকতে থাকে। সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে কোহলিকে সেই সময় ভাঙড়া নাচতে দেখা যায়। তারপরই গ্যালারি জুড়ে থাকা দর্শকদের আরও উত্তেজনা বেড়ে যায়। ব্যাটে রান না পেলেও, দর্শকদের মনে কোহলির জন্য একটা আলাদা জায়গা রয়েছে, যা আবারও একবার প্রমাণ হল এজবাস্টনে।

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে কোহলির ভাঙড়া নাচের ভিডিও —

এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-০। ভারতের আজ লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। এজবাস্টনে টসে হেরে শনিরাতে প্রথমে ব্যাটিং করেছিলেন রোহিত শর্মারা। বিরাট-বুমরা-পন্থরা দ্বিতীয় ম্যাচে ফেরায়, প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে হয়েছিল রোহিতদের। মনে করা হচ্ছিল হিটম্যানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন কোহলি। তবে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল ভারত। সিরিজে সমতা ফেরানোর জন্য বাটলারদের লক্ষ্য ছিস ১৭১ রান। তবে ১৭১ রানের টার্গেট করতে নেমে ১৭ ওভারে অল আউট হয়ে যান বাটলাররা। ১২১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। যার ফলে ৪৯ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মেন ইন ব্লু।