Shreyas Iyer: সৌরভের জায়গা দখল নাইট ক্যাপ্টেন শ্রেয়সের, ভাঙল মহারাজকীয় রেকর্ড

May 06, 2024 | 5:34 PM

KKR, IPL 2024: রবি-রাতে নবাবের শহর লখনউতে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানের বিরাট ব্যবধানে কেকেআর হারাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক রেকর্ড ভেঙেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। জানেন তা কী?

Shreyas Iyer: সৌরভের জায়গা দখল নাইট ক্যাপ্টেন শ্রেয়সের, ভাঙল মহারাজকীয় রেকর্ড
Shreyas Iyer: সৌরভের জায়গা দখল নাইট ক্যাপ্টেন শ্রেয়সের, ভাঙল মহারাজকীয় রেকর্ড
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: কেকেআরের মেজাজটাই যেন বদলে গিয়েছে। চলতি আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স। ১৭তম আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবলের মগডালে উঠেছে নাইটরা। গ্রুপ পর্বে কেকেআরের (KKR) আর ৩টি ম্যাচ বাকি রয়েছে। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট ঝুলিতে ভরেছে গৌতম গম্ভীরের ছেলেরা। রবি-রাতে নবাবের শহর লখনউতে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানের বিরাট ব্যবধানে কেকেআর হারাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক রেকর্ড ভেঙেছেন শ্রেয়স আইয়ার। জানেন তা কী?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড কী ভাবে ভাঙলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার?

কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে নাইটরা ২ বার আইপিএল খেতাব জিতেছে। অতীতে কেকেআরের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি ২৭টি ম্যাচে নাইট টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। তাতে কেকেআর জিতেছিল ১৩টি ম্যাচে, হেরেছিল ১৪টি ম্যাচে। নাইট টিমের বর্তমান ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এখানেই ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কেকেআরের হয়ে এখনও অবধি শ্রেয়স ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাতে নাইটদের জয় ১৪টিতে। আর হার ১১টিতে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ম্যাচ জয়ের নিরিখে তিন নম্বরে ছিলেন সৌরভ। তাঁকে ছাপিয়ে সেই জায়গা দখল করেছেন শ্রেয়স।


আইপিএলে সব মিলিয়ে মোট ৬৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার। তার মধ্যে এই নিয়ে শ্রেয়স ৩৫তম ম্যাচ (একানা স্টেডিয়ামে লখনউ বনাম কেকেআর ম্যাচে) জিতলেন। যার ফলে অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড স্পর্শ করেছেন শ্রেয়স। মহেন্দ্র সিং ধোনি (১৩৩), রোহিত শর্মা (৮৭), গৌতম গম্ভীর (৭১), বিরাট কোহলি (৬৬) ও ডেভিড ওয়ার্নার (৪০) — এই পাঁচ ক্রিকেটার আইপিএলে ক্যাপ্টেন হিসেবে শ্রেয়স আইয়ারের থেকে বেশি ম্যাচ জিতেছেন।

Next Article