Shubman Gill: পতৌদি-কোহলিদের লজ্জার রেকর্ড ছুঁলেন শুভমন, অজি সফরে বাদের আশঙ্কা শুরু?

Sep 19, 2024 | 6:13 PM

India vs Bangladesh: চিপক টেস্টের প্রথম দিন ভারতীয় ক্রিকেটের কিং থেকে প্রিন্স --- ব্যাট হাতে ছাপ রাখতে পারেননি কেউই। আট বলে শূন্যে আউট হওয়ার পরই যে কারণে এক অনাকাঙ্খিত রেকর্ডে নিজের নাম লিখিয়ে ফেলেছেন গিল। কী সেই রেকর্ড?

Shubman Gill: পতৌদি-কোহলিদের লজ্জার রেকর্ড ছুঁলেন শুভমন, অজি সফরে বাদের আশঙ্কা শুরু?
পতৌদি-কোহলিদের লজ্জার রেকর্ড ছুঁলেন শুভমন, অজি সফরে বাদের আশঙ্কা শুরু?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: শুভমন গিল (Shubman Gill) এক অনাকাঙ্খিত রেকর্ড গড়েছেন চিপকে। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। নেপথ্যে ভারতের দুই অলরাউন্ডার, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ওপেনার যশস্বী জয়সওয়াল ছাড়া ভারতের টপ অর্ডার ব্যর্থ। ভারতীয় ক্রিকেটের কিং থেকে প্রিন্স — ব্যাট হাতে ছাপ রাখতে পারেননি কেউই। আট বলে শূন্যে আউট হওয়ার পরই যে কারণে এক অনাকাঙ্খিত রেকর্ডে নিজের নাম লিখিয়ে ফেলেছেন গিল। কী সেই রেকর্ড?

এক ক্যালেন্ডার বছরে দেশের মাটিতে ৩ বার শূন্যে আউট হওয়ার লজ্জার নজির গড়েছেন ঋষভ। এই তালিকায় ২০২১ সালে নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি। এক ঝলকে দেখে নিন ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ৩ বা তাঁর বেশি বার শূন্যে আউট হওয়া ৭ ভারতীয় ক্রিকেটার —

এই খবরটিও পড়ুন

  • মহিন্দর অমরনাথ (১৯৮৩)
  • মনসুর আলি খান পতৌদি (১৯৬৯)
  • দিলীপ বেঙ্গসরকর (১৯৭৯)
  • বিনোদ কাম্বলি (১৯৯৪)
  • বিরাট কোহলি (২০২১)
  • শুভমন গিল (২০২৪)

যশস্বী জয়সওয়ালের টেস্ট ডেবিউ হওয়ার পর থেকে শুভমন গিল তিনে ব্যাটিং করছেন। ওপেনিংয়ে গিল যতটা সাফল্য পেয়েছেন, তিনে নেমে সেটা পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যশস্বীর অভিষেক পর তিনে নেমে ২টি শতরান করেছেন শুভমন। তা ইংল্যান্ডের বিরুদ্ধে। আজ, চিপকে প্রথম ইনিংসে শূন্যে ফিরলেন গিল। দ্বিতীয় ইনিংসে তিনি রান পান কিনা, সেদিকে নজর থাকবে। এরপর অবশ্য বছর শেষে অজি সফরের আগে আরও ৪টে টেস্ট খেলবে ভারত। তাতে যদি তিনে শুভমন ভরসা দিতে না পারেন, তা হলে লাইনে রয়েছেন ঈশান কিষাণ, সাই সুদর্শনরা। তিনে ডিফেন্স শক্তিশালী হবে, এমন ব্যাটার প্রয়োজন ভারতের। সেখানে ঈশান কিষাণ, সাই সুদর্শনকে ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান দলীপে প্রত্যাবর্তনে সেঞ্চুরি করেছেন। সাই সম্প্রতি সারের বিরুদ্ধে কাউন্টিতে সেঞ্চুরি করেন। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছেন। তাঁর ডিফেন্সও ভালো। ফলে গিল ব্যর্থ হলে কপাল খুলতে পারে যেমন ঈশানের, তেমনই সাইকেও সুযোগ দিতে পারেন গম্ভীর।

Next Article