চেন্নাই: বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভারতীয় শিবিরে লেগেছিল বড় ধাক্কা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়েন দলের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। শারীরিক অসুস্থতার জন্য প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়া যায়নি তাঁকে। আজ, বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। সেখানেও রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে না তাঁকে। এখন শুভমনের শারীরিক অবস্থা অনেটাই স্থিতিশীল। মঙ্গলবার চেন্নাইয়ের কাবেরি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমেদাবাদের উদ্দেশে রওনা দিতে চলেছেন তিনি। তবে কি পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে আগামী ১৪ অক্টোবর পাওয়া যাবে গিলকে? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। আগের থেকে অনেকটাই ভালো আছেন গিল। তাঁর অসুস্থাতা উদ্বেগে রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরাও। এ বার খানিকটা স্বস্তির হাওয়া এল ভারতীয় শিবিরে। শারীরিক অবস্থার একটু উন্নতি হতেই বিছানা ছেড়েছেন গিল। সূত্রের খবর, যখন দিল্লিতে আফগাানদের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া, তখন আমাদেবাদের উদ্দেশে রওনা দিতে চলেছেন শুভমন। কমার্শিয়াল ফ্লাইটে চেপে আমেদাবাদে পৌঁছবেন তিনি। সঙ্গে থাকবে বিসিসিআইয়ের বিশেষ মেডিক্যাল টিম। যাঁরা পঞ্জাবের ওপেনারকে শুরু থেকে নজরে রেখেছেন।
আগামী শনিবার, আমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ওই ম্যাচে কি পাওয়া যাবে গিলকে? আশা জাগছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। যদিও এ বিষয়ে এখনও বক্তব্য মেলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। প্রসঙ্গত, চেন্নাইয়ে গিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হন গিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর তাঁর প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে শুরু করে। তারপরই তাঁকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে চেন্নাইয়ের টিম হোটেলে ড্রিপ চালিয়ে রাখা হয়েছিল গিলকে। তবে প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে থাকায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুভমন কতটা সুস্থ, তা দেখার পর পাকিস্তান ম্যাচের একাদশ ঠিক করবে ভারতের টিম ম্যানেজমেন্ট। ঈশান কিষাণ রোহিতের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়া ম্যাচে ওপেন করেছেন। কিন্তু বল তাড়া করতে গিয়ে অকারণে উইকেট দেওয়া মেনে নিতে পারছে না ভারতের কোচ ও ক্যাপ্টেন। শ্রীলঙ্কাকে হারিয়ে মনোবল তুঙ্গে পাকিস্তানের। বাবর আজমের টিমের বিরুদ্ধে রোহিত চান সেরা একাদশ। গিল যদি ফিট হয়ে যান, তা হলে তাঁকেই খেলানো হবে। তবে ডেঙ্গি সারলেও শারীরিক ভাবে কতটা দুর্বল, তার উপর নির্ভর করছে অনেক কিছু।