Smriti Mandhana: পাকিস্তান ম্যাচের আগে বিরাট ধাক্কা, ছিটকে গেলেন ভারতের ব্যাটার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 11, 2023 | 6:54 PM

ICC Women’s T20 World Cup: এ বার টুর্নামেন্টের অন্য়তম ফেভারিট ভারত। বিশেষত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ক'দিন আগেই অনূর্ধ্ব ১৯ মেয়েদের উদ্বোধনী বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় দল। মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। সিনিয়র দলের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন যে ব্য়াটার, তিনিই ছিটকে যাওয়ায়, চাপ বাড়ছে ভারতের।

Smriti Mandhana: পাকিস্তান ম্যাচের আগে বিরাট ধাক্কা, ছিটকে গেলেন ভারতের ব্যাটার
Image Credit source: ICC, FILE

Follow Us

কেপটাউন: দীর্ঘ তিন বছর পর। শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম বার মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের বিশ্বকাপ অভিযান হার দিয়ে শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরেও। রবিবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে ছিটকে গেলেন দলের তারকা ব্য়াটার। গত বিশ্বকাপে প্রথম বার ফাইনালের যোগ্য়তা অর্জন করেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এ বার টুর্নামেন্টের অন্য়তম ফেভারিট ভারত। বিশেষত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ক’দিন আগেই অনূর্ধ্ব ১৯ মেয়েদের উদ্বোধনী বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় দল। মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। সিনিয়র দলের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন যে ব্য়াটার, তিনিই ছিটকে যাওয়ায়, চাপ বাড়ছে ভারতের। বিস্তারিত TV9Bangla-য়।

ভারতীয় ব্যাটিংয়ের অন্য়তম স্তম্ভ স্মৃতি মন্ধানা। হরমনপ্রীত কৌরের ডেপুটিও। সেই স্মৃতি মন্ধানাই ছিটকে গেলেন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। তাঁর আঙুলে চোট। কেপ টাউনে পাকিস্তান ম্যাচে খেলতে না পারলেও তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হৃষিকেশ কানিতকর এমনটাই জানিয়েছেন। রবিবার পাকিস্তানের পর ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। স্মৃতির আঙুলে চোট থাকলেও তা খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন হৃষিকেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তাঁর চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত কোচ।

স্মৃতি, হরমনদের চোট নিয়ে ভারপ্রাপ্ত কোচ হৃষিকেশ কানিতকর বলেন, ‘হরমন পুরোপুরি ফিট রয়েছে। গত দু-দিন নেটে ব্য়াটও করেছে। ও একদম ঠিক আছে।’ এরপরই যোগ করলেন, ‘স্মৃতির আঙুলে চোট রয়েছে। ফিট হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। এই ম্যাচে ওর খেলার সম্ভাবনা নেই। আঙুলে চিড় ধরেনি। আমরা আশাবাদী, দ্বিতীয় ম্যাচ থেকেই ওকে পাব।’

Next Article