Sourav Ganguly: বড় চমক, সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরছেন ক্রিকেট প্রশাসনে!
Indian Cricket News: বাংলা ক্রিকেট সংস্থার সচিব, সভাপতির দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছেন দীর্ঘ সময়। তেমনই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কমিটিতেও রয়েছেন। এ বার কি ক্রিকেট প্রশাসনে ফিরতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে?

ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট পরবর্তী জীবনে তাঁকে নানা ভূমিকায় দেখা গিয়েছে। ধারাভাষ্য দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসে বড় ভূমিকা পালন করেছেন। বাংলা ক্রিকেট সংস্থার সচিব, সভাপতির দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছেন দীর্ঘ সময়। তেমনই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কমিটিতেও রয়েছেন। এ বার কি ক্রিকেট প্রশাসনে ফিরতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? পরিস্থিতি তেমনই।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নানা দায়িত্ব এবং ভূমিকায় দেখা গিয়েছে। কিছুদিন আগে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়েই বলেছিলেন সৌরভ। সেখানে এমন প্রশ্নও করা হয়েছিল, রাজনীতি এবং ভারতীয় দলের কোচ, দুটোর মধ্যে কোনটায় আসতে চান। জাতীয় দলের কোচ হওয়াতেই সায় দিয়েছিলেন। সেই সম্ভাবনা আপাতত নেই। ভবিষ্যতে হয়তো এই দায়িত্বও পালন করবেন। তবে ক্রিকেট প্রশাসনে মহারাজকীয় প্রত্যাবর্তন দেখা যেতে পারে।
বাংলা ক্রিকেট সংস্থায় নির্বাচনী হাওয়া। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। তার আগেই বড় ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইলেকশন নাকি সিলেকশন, তা অবশ্য পরের প্রশ্ন। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি নির্বাচনে পা রাখলে যে অনেক অঙ্কই বদলে যাবে, নতুন করে বলার নয়। সেই সম্ভাবনাই প্রবল। কারণ, বিষয়টা বেরিয়ে এসেছে তাঁর মুখ থেকেই। এ দিন ইডেন ছাড়ার সময়, সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন।
