AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বাংলাদেশ টেস্টে শিঁকে ছেড়েনি মুকেশ কুমারের, হতবাক সৌরভ বললেন…

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। তাতে ১৫ সদস্যের যে ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে, বাংলার আকাশ দীপ সুযোগ পেয়েছেন। কিন্তু শিঁকে ছেড়েনি বাংলার আর এক বোলার মুকেশ কুমারের।

Sourav Ganguly: বাংলাদেশ টেস্টে শিঁকে ছেড়েনি মুকেশ কুমারের, হতবাক সৌরভ বললেন...
বাংলাদেশ টেস্টে শিঁকে ছেড়েনি মুকেশ কুমারের, হতবাক সৌরভ বললেন...Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 09, 2024 | 2:43 PM
Share

কলকাতা: অপেক্ষার পালা শেষ। রবি-রাতে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে জোড়া টেস্টে হারিয়ে ভারত সফরে আসবেন সাকিব আল হাসানরা। টাইগার্সদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধাজনক জায়গায় যেতে চায় রোহিত শর্মার ভারত। ১৫ সদস্যের যে ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে বাংলার আকাশ দীপ সুযোগ পেয়েছেন। কিন্তু শিঁকে ছেড়েনি মুকেশ কুমারের। যা দেখে হতাশই হয়েছেন দেশের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)

আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাওয়ায় খুশি সৌরভ। কিন্তু একইসঙ্গে মুকেশের নাম এই স্কোয়াডে না দেখে খানিকটা হতাশ হয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আকাশ দীপ তরুণ বোলার। বাংলার দুর্দান্ত জোরে বোলার। ও সিরাজ এবং সামির মতোই দ্রুত। তবে মুকেশ কুমারের নাম না দেখে অবাক হয়েছি। ওকে ইংল্যান্ডে দেখতে চাই।’ ২০২৫ সালে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তা হবে লর্ডসে। সেখানে মুকেশকে দেখতে চান সৌরভ।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মুকেশের নাম না দেখে অবাক হওয়া সৌরভ এও বলেন, ‘মুকেশ কুমার বাংলায় যখন এসেছিল সাধারণ বোলার ছিল। হয়তো ওদের নামের পাশে বাঙালি পদবি নেই। মুম্বইতেও তো অনেকে খেলে, যারা মহারাষ্ট্রের নয়। আমি চাইব ভারতীয় টিমে আরও বাঙালি আসুক। শেষে খেলেছে ঋদ্ধিমান সাহা। বাংলার হয়ে খেলা সামি, মুকেশরা আজ এই জাগয়াতে পৌঁছেছে। সাধারণ ক্রিকেটার ছিল। সিএবি কোচদের অধীনে আরও ভালো হয়েছে ওদের পারফর্ম্যান্স। খেলায় উন্নতি করেছে ওরা। মুকেশ বাংলার বোলার। ওকে জাতীয় দলে দেখতে চাই।’

ভারতের বোলিং বিভাগ যে শক্তিশালী, সে কথাও উল্লেখ করতে ভোলেননি সৌরভ। তিনি বলেন, জসপ্রীত বুমরা, আকাশ দীপ, যশ দয়াল, মহম্মদ সিরাজ খুব ভালো বোলিং আক্রমণ হবে। ভারতের স্পিন বিভাগ শক্তিশালী। চেন্নাইয়ে ৪ সেরা স্পিনার একসঙ্গে খেললে ভালো হবে। ভারতে স্পিনারদের গুরুত্ব রয়েছে। তবে আসল টেস্ট তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবে। আর আগামী বছরের জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে হবে।’