কলকাতা: চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন এক তারকা। অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনই জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ। সেই সঙ্গে বিতর্ক যতই থাকুক, ক্যাপ্টেনেই আস্থা রাখা হল। টেস্ট কিংবা ওয়ান ডে ফর্ম্যাটে যতই সফল হোক না কেন, আইসিসির টুর্নামেন্ট হলেই ঘুরেফিরে আসে সেই চোকার্সের তকমা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সেই বিবর্ণ অতীত বদলাতে পারবে দক্ষিণ আফ্রিকা? চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল প্রোটিয়ারা।
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছিলেন বিশ্বের অন্যতম সেরা বোলার অনরিখ নর্টজে। কিন্তু চোটের কারণে দল থেকে ছিটকে যান। সেই তিনি দীর্ঘদিন পর টিমে ফিরলেন। তাঁর সঙ্গী হিসেবে পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন কাগিসো রাবাডাও। প্রত্যাশা মতোই দলের ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ব্যাটিং গভীরতা যথেষ্ট থাকছে ঘোষিত দলে। হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেনরা থাকবেন ব্যাট হাতে টিমকে টানার জন্য। টনি ডি জর্জি, রায়ান রিকলটন, ট্রিস্টান স্টাবসদের মতো অলরাউন্ডার উইয়ান মুল্ডারের মতো অলরাউন্ডার প্রথমবার সুযোগ পেয়েছেন ৫০ ওভার আইসিসি টুর্নামেন্ট খেলার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে বলেছে, সাদা বলের কোচ রব ওয়াল্টার ১৫ জনের দল ঘোষণা করেছেন। তেম্বা বাভুমাই নেতৃত্ব দেবেন দলের। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে খেলা ১০ জন প্লেয়ার থাকছেন টিমে।
আইসিরি ট্রফি এখনও অধরা থাকলেও গত বিশ্বকাপে টিম সেমিফাইনাল পৌঁছেছিল। তাকেই অনুপ্রেরণা হিসেবে ধরছেন বাভুমারা। কারণ ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি এ বার হচ্ছে উপমহাদেশে। অভিজ্ঞতা আর তারুণ্য দিয়েই জয় পেতে চাইছে প্রোটিয়ারা।
পুরো টিম: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), টনি ডি জর্জি, মার্কো জেনসন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, অ্যাডিয়েন মার্কব়্যাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, অনরিখ নর্টজে, কাগিসো রাবাডা, রায়ান রিকলটন, রাবরেজ সামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন।