কলকাতা: ইডেনে বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa) ও অস্ট্রেলিয়া (Australia)। ক্রিকেটের নন্দনকাননে প্রোটিয়াদের হারিয়ে অষ্টম বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২১২ রান তুলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫ বারের বিশ্বজয়ীদের সামনে টার্গেট ছিল ২১৩। কম পুঁজি নিয়েও দারুণ লড়াই করেন প্রোটিয়া বোলাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ২১৫ রান তুলে ফেলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যার ফলে ৩ উইকেটে দ্বিতীয় সেমিফাইনাল জিতে নিল অজিরা। ১৯ নভেম্বর আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কামিন্সরা। আজকের এই হাইভোল্ডেজ ম্যাচের প্রত্যেক মুহূর্তের হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
জশ ইংলিশের উইকেট তুলে নিলেন জেরাল্ট কোয়েটজি। সপ্তম ধাক্কা খেল অজিরা। ২৮ রান করে মাঠ ছাড়লেন ইংলিশ।
ম্যাচ ফিনিশ করতে পারলেন না স্টিথ স্মিথ। ৬২ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন স্টিভ স্মিথ।
প্রথম বলেই আউট হতে হতে বেঁচেছিলেন। এ বার তা হল না। তাবরাইজ শামসি তুলে নিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্সি।
তাবরাইজ শামসি তুলে নিলেন মার্নাস লাবুশেনের উইকেট। ১৮ রান করে মাঠ ছাড়লেন লাবুশেন।
ট্রাভিস হেডের উইকেট তুলে নিলেন কেশব মহারাজ। ৪৮ বলে ৬২ রান করে মাঠ ছাড়লেন অজি ওপেনার।
ভ্যান ডার ডুসেনের অনবদ্য ক্যাচ! খালি হাতে ফিরলেন মিচেল মার্শ।
প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ফিরলেন ডেভিড ওয়ার্নার। তাঁকে ফেরালেন এইডেন মার্কব়্যাম।
অজিদের হয়ে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। আক্রমণে মার্কো জানসেন।
২১২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
ছন্দে ছিলেন। তবে সেঞ্চুরি করেই ট্রাভিস হেডের হাতে ধরা দিলেন মিলার। ৯ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
১১৫ বলে শতরান এল ডেভিড মিলারের ব্যাটে।
৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সঞ্চয় ১৭৪ রান। উইকেট হারিয়েছে ৭।
জেরাল্ড কোয়েটজির উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। ৩৯ বলে ১৯ রান মাঠ ছাড়লেন কোয়েটজি। এই নিয়ে সপ্তম উইকেট হারিয়ে ফেলল প্রোটিয়ারা।
কোয়েটজি ও মিলারের কাঁধে ভর দিয়ে এগোচ্ছে প্রোটিয়ারা। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ১৪৯ রান।
ম্যাচ ঘোরানোর মরিয়া চেষ্টা! ৭০ বলে অর্ধশতরান করলেন ডেভিড মিলার।
ক্লাসেন ফিরতে হাল ধরতে এসেছিলেন জানসেন। পরের বলেই তাঁকে ফেরালেন ট্রাভিস হেড। সেমিফাইনালের মঞ্চে এ যেন অচেনা দক্ষিণ আফ্রিকা!
গল না অর্ধ শতরান! ৪৭ রান করেই প্য়াভিলিয়নে ফিরলেন ক্লাসেন।
মাঝের ওভারে স্পিনেই ভরসা রাখছে অজি শিবির। বোলিংয়ে ট্রাভিস হেড। মিলার-ক্লাসেন জুটি ভাঙার মরিয়া চেষ্টা। তাঁকে জোড়া বাউন্ডারিতে স্বাগত জানালেন ক্লাসেন। এরপরই উইকেট। জুটি ভাঙলেন হেড। ক্লিন বোল্ড ক্লাসেন। পরের বলেই মার্কো জানসেনকেও ফেরালেন হেড।
ক্লাসেন-মিলার জুটি গড়ার আগে দক্ষিণ আফ্রিকার ওপর ভরসা হারাচ্ছিল সকলেই। এখন যেন বিশ্বাস হচ্ছে, ঘুরে দাঁড়াতে পারে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মনে করছেন, ঘুরে দাঁড়ানো সম্ভব! মিলার-ক্লাসেন জুটি যদি আরও বড় হয়!
২৭ ওভার শেষে দলগত শতরান এল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। ক্রিজে ক্লাসেন ও মিলার জুটি।
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৫০তম ওডিআই সেঞ্চুরিতে ছাপিয়ে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। জায়ান্ট স্ক্রিনে তারই ঝলক। বিরাটকে বরণ করে নিল ইডেন। গ্যালারিতে বিরাট…বিরাট চিৎকার। ইডেনেই জন্মদিনে সেঞ্চুরি করে সচিনকে ছুঁয়েছিলেন। সেমিতে ছাপিয়ে যান।
২২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৭০ রান। উইকেটের হারিয়েছে ৪ টি।
পেসাররা দারুণ বোলিং করেছে। ক্রিজে বাঁ হাতি মিলার থাকায় জাম্পাকে খেলতে সুবিধা হচ্ছে। তাই অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলকে আক্রমণে আনলেন প্যাট কামিন্স।
ওয়ার্নার বাউন্ডারি লাইনের দিকে ফিল্ডিংয়ে যেতেই পুষ্পা সিনেমার গান চলল। তেরি ঝলক… এ ডান্সও করলেন ওয়ার্নার।
জাম্পার বলে ছয় মেরে দলের স্কোর ৫০ পার করলেন ডেভিড মিলার। বৃষ্টি বিরতির পর কি ঘুরে দাঁড়াতে পারবে প্রোটিয়ার! সেই চেষ্টায় মিলার-ক্লাসেন জুটি।
আজ রাতেই পাওয়া যাবে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট। ইডেনে চলছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বৈরথ। এই ম্যাচ দেখতে এসেছেন একাধিক অস্ট্রেলিয়ার ভক্তরা। রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সমর্থকরাও। বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে প্রথমে বোলিং করছে অজিরা।
ইডেনে চলছে ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছেন একাধিক প্রোটিয়া সমর্থক।
মাঠ এবং পিচের কভার সরানো হয়েছে। মাঠ যাতে পুরোপুরি শুকোনো যায়, সেই কাজই করছেন কর্মীরা। ৩.৫৫-তে ফের খেলা শুরু।
ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। ড্রিংকস ব্রেকের মাঝেই পিচ ঢাকা হয়েছে। মাঠের বাকি অংশও ঢাকা হচ্ছে। প্রোটিয়াদের ইনিংসের ১৪ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে এর মধ্যে ৪৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ডেভিড মিলার (১০*) ও হেনরিখ ক্লাসেন (১০*)।
হ্য়াজেলইডের দ্বিতীয় সাফল্য়ষ ফিরলেন ভ্য়ান ডার ডুসেন।
হতাশার পাওয়ার প্লে-র পর রানের গতি বাড়াতেই হত। স্টার্কের বোলিংয়ে জোরালো শট খেলেছিলেন এইডেন মার্কর্যাম। পয়েন্টে অনবদ্য ক্যাচ ওয়ার্নারের।
অতীতে চার বারের চেষ্টায় ফাইনালে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পঞ্চম সেমিফাইনালে শুরু থেকেই হতাশা। পাওয়ার প্লে-তে মাত্র ১৮ রান! তাও ২ উইকেট হারিয়ে। লিগ পর্বে শ্রীলঙ্কার পরিস্থিতি এমনই হয়েছিল। সেটা যদিও এর চেয়ে খারাপ। পাওয়ার প্লে-তে ৬ উইকেট হারিয়ে ১৪ রান তুলেছিল তারা।
ইডেন গার্ডেন্সের জায়ান্ট স্ক্রিনে মহম্মদ সামির বোলিংয়ের কিছু ঝলক। সঙ্গে সঙ্গে গ্যালারিতে চিৎকার। ইন্ডিয়া…ইন্ডিয়া… ধ্বনি।
ডি ককের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তাঁকে ফেরালেন হ্যাজেলউড। ছক্কা হাঁকাতে গিয়ে প্য়াট কামিন্সের হাতে শেষমেশ ধরা দেন ডি কক। চাপে প্রোটিয়ারা!
৫ ওভার শেষে প্রোটিয়াদের ঝুলিতে মাত্র ৮ রান। উইকেট হারিয়েছে ১ টি।
সেমিফাইনালের মঞ্চে, মাঠে নেমেই খালি হাতে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা ছিল। এ বারের বিশ্বকাপে যা ফর্ম, ক্যাপ্টেন না হলে হয়তো একাদশেই থাকতেন না। সুযোগ ছিল প্রত্যাবর্তনের একটা ইনিংস খেলার। মিচেল স্টার্কের অনেকটা বাইরের ডেলিভারি খোঁচা দিয়ে আউট।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক জুটি।
বিস্তারিত পড়ুন: টস জিতে অজিদের বড় টার্গেট দিতে চান তেম্বা বাভুমা
টস অজিদের ফিল্ডিংয়ে পাঠালেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।
বিস্তারিত পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে ‘নয়ে নবগ্রহ’ অস্ট্রেলিয়ার…
বিস্তারিত পড়ুন: পাঁচ বারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে প্রোটিয়াদের থিম ‘ওয়াকা-ওয়াকা’