AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত, ‘খেলা অবশ্যই হওয়া উচিত’

India vs Pakistan, Asia Cup 2025: সম্প্রতি লেজেন্ডদের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। যদিও দেশজুড়ে নানা বিতর্কের পর একে একে নাম তুলে নেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচটিই ভেস্তে যায়। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Sourav Ganguly: ভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত, 'খেলা অবশ্যই হওয়া উচিত'
Image Credit: PTI
| Updated on: Jul 27, 2025 | 11:55 PM
Share

ক্রিকেট মাঠে ফের কবে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান, এ নিয়ে সংশয় ছিল। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনেক আগে থেকেই বন্ধ। ভরসা শুধুই আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা। পহেলগাঁওতে জঙ্গিহানায় নিরীহ পর্যটকদের প্রাণ গিয়েছিল। পাকিস্তানের জঙ্গিসংগঠন এই হামলার কথা স্বীকার করেছিল। ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে এর যোগ্য জবাবও দেয়। সম্প্রতি লেজেন্ডদের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। যদিও দেশজুড়ে নানা বিতর্কের পর একে একে নাম তুলে নেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচটিই ভেস্তে যায়। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচের আগে যা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

লেজেন্ডদের ম্যাচ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল, আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত কি না। এশিয়া কাপ নিয়েও জট ছিল। সদ্য তা খুলেছে। গতকালই সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। ফলে গ্রুপ পর্ব, সুপার ফোর এবং ফাইনালে উঠলে, সব মিলিয়ে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। খেলা কি চালিয়ে যাওয়া উচিত? দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দুটো বিষয় পরিষ্কার করে দেন। এদিন এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে মহারাজ বলেন, ‘এই সূচি ঠিকই আছে। খেলা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। তেমনই পহেলগাঁওতে যা ঘটেছে, সেরকম ঘটনাও যেন আর না ঘটে। তবে এর জন্য খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে নই আমি। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। সেই ঘটনা এখন অতীত। খেলা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত।’

এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর। আরব আমির শাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ। তবে ক্রিকেট প্রেমীদের অপেক্ষা ১৪ সেপ্টেম্বরের। ক্রিকেট মাঠেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়াই লক্ষ্য।