SRH vs KKR, IPL 2022 Match 25 Result: নববর্ষে নাইটদের ৭ উইকেটে হারাল অরেঞ্জ আর্মি

| Edited By: | Updated on: Apr 15, 2022 | 11:38 PM

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs KKR, IPL 2022 Match 25 Result: নববর্ষে নাইটদের ৭ উইকেটে হারাল অরেঞ্জ আর্মি
ব্র্যাবোর্নে মুখোমুখি হায়দরাবাদ ও কলকাতা

মুম্বই: আজ শুক্রবার পয়লা বৈশাখ এবং নববর্ষের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে শুরুতে শ্রেয়সদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে নাইটরা। নীতিশ রানা আজ দারুণ ব্যাটিং করেন। পাশাপাশি উঠেছিল রাসেল ঝড়ও। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই নির্ধারিত টার্গেট পূর্ণ করে ফেলে হায়দরাবাদ। প্রাক্তন নাইট তারকা রাহুল ত্রিপাঠীর চওড়া ব্যাটে আজ এসেছে ৭১ রান। বাকি কাজটা করে দেন এইডেন মার্করাম (৩৬ বলে ৬৮ রানে অপরাজিত)। ফলে নাইটদের হারিয়ে আজ ৭ উইকেটে জয়ী নিজামের শহরের দল।

Key Events

৭ উইকেটে জয়ী হায়দরাবাদ

আজ কেকেআরের বিরুদ্ধে জেতার জন্য হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৬ রান। ১৩ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় হায়দরাবাদ।

হারের পর পয়েন্ট টেবলে কোথায় কেকেআর

এখনও অবধি এ বারের আইপিএলে ৬টি ম্যাচে খেলেছেন শ্রেয়সরা। তার ৩টিতে জয় ও ৩টি হার জুটেছে উমেশ যাদবদের ভাগ্যে। আজ হায়দরাবাদের কাছে হেরে লিগ টেবলের ৪ নম্বরে নেমে গিয়েছে কেকেআর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Apr 2022 11:11 PM (IST)

    ৭ উইকেটে জয়ী হায়দরাবাদ

    ১৩ বল বাকি থাকতেই কেকেআরের দেওয়া টার্গেট পূর্ণ করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ

  • 15 Apr 2022 11:05 PM (IST)

    মার্করামের হাফসেঞ্চুরি

    কেকেআরের বিরুদ্ধে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এইডেন মার্করাম।

  • 15 Apr 2022 10:59 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১৪০/৩

    • প্রথম ১৫ ওভারের খেলা শেষ।
    • খেলা বাকি ৫ ওভারের।
    • ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে হায়দরাবাদ।
  • 15 Apr 2022 10:55 PM (IST)

    রাহুল আউট

    রাহুল ত্রিপাঠীর বড় উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ৭১ রান করে মাঠ ছাড়লেন রাহুল

  • 15 Apr 2022 10:32 PM (IST)

    রাহুলের হাফসেঞ্চুরি

    ২১ বলে হাফসেঞ্চুরি করলেন হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী।

  • 15 Apr 2022 10:13 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে হায়দরাবাদ
    • ম্যাচ জিততে হায়দরাবাদের এখনও চাই ৮৪ বলে ১৩০ রান
  • 15 Apr 2022 10:09 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ। ১৭ রান করে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কেন।

  • 15 Apr 2022 10:06 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩৫/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে হায়দরাবাদ।
    • খেলা বাকি ১৫ ওভারের।
    • ম্যাচ জিততে হায়দরাবাদের এখনও চাই ১৪১ রান।
    • ক্রিজে কেন উইলিয়ামসন ও রাহুল ত্রিপাঠী।
    • উইলিয়ামসন ব্যাট করছেন ১৩ রানে।
    • রাহুল রয়েছেন ১২ রানে।
  • 15 Apr 2022 09:55 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ১৫/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ
    • দ্বিতীয় ওভারের চতুর্থ বলে অভিষেকের উইকেট তুলে নিয়েছেন কামিন্স
    • ৩ ওভারে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১৫
  • 15 Apr 2022 09:47 PM (IST)

    অভিষেক আউট

    অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। ৩ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদ ওপেনার

  • 15 Apr 2022 09:40 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন উমেশ যাদব ও অভিষেক শর্মা।

  • 15 Apr 2022 09:25 PM (IST)

    ১৭৫ রানে থামল নাইটরা

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে কেকেআর। ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ১৭৬ রান।

  • 15 Apr 2022 09:18 PM (IST)

    আমন আউট

    ২০ ওভারের প্রথম বলে আমন খানের উইকেট তুলে নিলেন জগদীশা সুচিথ।

  • 15 Apr 2022 09:13 PM (IST)

    কামিন্সের উইকেট নিলেন ভুবি

    প্যাট কামিন্সের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। সপ্তম উইকেট হারাল নাইটরা।

  • 15 Apr 2022 09:08 PM (IST)

    রানা আউট

    রানার উইকেট হারাল নাইটরা। ৫৪ রান করে মাঠ ছাড়লেন নীতিশ রানা।

  • 15 Apr 2022 08:50 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১২০/৫

    • ১৫ ওভারের খেলা শেষ।
    • এই ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে নাইটরা
  • 15 Apr 2022 08:47 PM (IST)

    রানার হাফসেঞ্চুরি

    • ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নীতিশ রানা।
    • রানার এই হাফসেঞ্চুরির ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছয়।
  • 15 Apr 2022 08:39 PM (IST)

    জ্যাকসন আউট

    শেল্ডন জ্যাকসনের উইকেট তুলে নিলেন উমরান মালিক। পঞ্চম উইকেট হারাল নাইটরা।

  • 15 Apr 2022 08:25 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭০/৪

    • দশম ওভারের শেষ বলে নাইটরা হারিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট।
    • ১০ ওভারে কেকেআরের স্কোর ৪ উইকেটে ৭০।
  • 15 Apr 2022 08:22 PM (IST)

    শ্রেয়সের উইকেট উড়িয়ে দিলেন উমরান

    নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ফেরালেন গতির ঝড় তোলা উমরান মালিক। ২৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।

  • 15 Apr 2022 08:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর।
    • প্রথম ৬ ওভারে নাইটদের স্কোর ৩৮।
    • ক্রিজে নীতিশ রানা ও শ্রেয়স আইয়ার।
  • 15 Apr 2022 07:58 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩১/৩

    প্রথম ৫ ওভারের খেলা শেষ।

  • 15 Apr 2022 07:56 PM (IST)

    নারিন আউট

    সুনীল নারিনের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নারিন।

  • 15 Apr 2022 07:50 PM (IST)

    ভেঙ্কটেশ আউট

    নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ১৩ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।

  • 15 Apr 2022 07:44 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১৯/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • প্রথম ৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে নাইটরা।
  • 15 Apr 2022 07:39 PM (IST)

    ফিঞ্চ আউট

    অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিলেন মার্কো জ্যানসেন। প্রথম উইকেট হারাল কেকেআর। ৭ রান করে মাঠ ছাড়লেন ফিঞ্চ।

  • 15 Apr 2022 07:31 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 15 Apr 2022 07:12 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    ওয়াশিংটন সুন্দরের জায়গা আজ নিয়েছেন জগদীশা সুচিথ।

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 15 Apr 2022 07:11 PM (IST)

    নাইট জার্সিতে অভিষেক দুই ক্রিকেটারের

    আজ কেকেআরের জার্সিতে আইপিএলে অভিষেক হল অ্যারন ফিঞ্চ ও আমন খানের।

  • 15 Apr 2022 07:08 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    অজিঙ্ক রাহানের জায়গায় আজ ওপেনিংয়ে ভেঙ্কটেশের সঙ্গে নামবেন অ্যারন ফিঞ্চ। স্যাম বিলিংসয়ের জায়গায় আজ উইকেটকিপিং করবেন শেল্ডন জ্যাকসন। রসিখ সালাম দারের জায়গায় এসেছেন আমন খান।

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, আমন খান।

  • 15 Apr 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 15 Apr 2022 06:55 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    শেষ মুহূর্তে নাইটদের আলোচনা।

  • 15 Apr 2022 06:38 PM (IST)

    মিশন কলকাতার পথে হায়দরাবাদ

    ব্র্যাবোর্নের উদ্দেশ্যে রওনা দিল সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়াররা।

  • 15 Apr 2022 06:31 PM (IST)

    আর কিছুক্ষণের অপেক্ষা

    ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ ও কলকাতা। অপেক্ষা আর মাত্র ১ ঘণ্টার।

Published On - Apr 15,2022 6:30 PM

Follow Us: