SRH vs RR, IPL 2021 Match 40 Result: সঞ্জুদের হারিয়ে ৭ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

| Edited By: | Updated on: Sep 28, 2021 | 9:12 AM

SRH vs RR Live Score: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

SRH vs RR, IPL 2021 Match 40 Result: সঞ্জুদের হারিয়ে ৭ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং জুটি (ছবি-আইপিএল ওয়েবসাইট)

দুবাইতে আজ আইপিএলের (IPL) ৩৯তম ম্যাচে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ টেবলের ছ’নম্বর ও আট নম্বর দলের লড়াই আজ। টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের নেতা সঞ্জু স্যাসমন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান করেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের টার্গেট ছিল ১৬৫। ১৮.৩ ওভারেই ম্যাচ বের করে নিয়ে গেল অরেঞ্জ আর্মি।

আজকের ম্যাচে দুই দলই বেশ কয়েকটি পরিবর্তন করেছিল। যে পরিবর্তন কাজে দিল হায়দরাবাদের। তিনটি পরিবর্তন করেছিলেন রাজস্থানের নেতা সঞ্জু স্যামসন। দলে ফিরিয়েছিলেন এভিন লুইস, জয়দেব উনাদকট ও ক্রিস মরিসকে। অন্যদিকে অরেঞ্জ আর্মিতে চারটি পরিবর্তন করা হয়েছিল ডেভিড ওয়ার্নারের বদলে সুযোগ পেয়েছেন জেসন রয়। হায়দরাবাদের জার্সিতে আজই তিনি আইপিএলে অভিষেক ম্যাচ খেললেন। আর অভিষেকেই তিনি নজর কেড়েছেন। জেসন ছাড়াও দলে আজ কেদার যাদবের পরিবর্তে ছিলেন প্রিয়ম গর্গ, মনীশ পান্ডের জায়গায় অভিষেক শর্মা এবং খালিল আহমেদের জায়গায় সিদ্ধার্থ কৌল। ১০ ম্যাচের মাত্র ২টিতে জিতে লিগ তালিকার শেষেই রইল হায়দরাবাদ। আর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরেই রইল সঞ্জুর রাজস্থান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Sep 2021 10:58 PM (IST)

    ৭ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

    ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল হায়দরাবাদ।

  • 27 Sep 2021 10:34 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১৩১/১

    জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ৩৫ রান। খেলা বাকি ৫ ওভারের

  • 27 Sep 2021 10:24 PM (IST)

    রিয়ান পরাগ আউট

    মুস্তাফিজুর রহমান তুলে নিলেন রিয়ান পরাগের উইকেট

  • 27 Sep 2021 10:21 PM (IST)

    জেসন রয় আউট

    রাজস্থানকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন চেতন সাকারিয়া। অভিষেক ম্যাচে ৬০ রান করে মাঠ ছাড়লেন জেসন রয়

  • 27 Sep 2021 10:10 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৯৭/১

    অরেঞ্জ আর্মির জয়ের জন্য প্রয়োজন ৭৫ রান

  • 27 Sep 2021 10:10 PM (IST)

    জেসন রয়ের হাফসেঞ্চুরি

    অভিষেক আইপিএলে হাফসেঞ্চুরি করলেন জেসন রয়।

  • 27 Sep 2021 09:53 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে হায়দরাবাদ তুলেছে ৬৩ রান। জয়ের জন্য উইলিয়ামসনদের প্রয়োজন ১০২ রান

  • 27 Sep 2021 09:50 PM (IST)

    ঋদ্ধি আউট

    ১৮ রান করে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা

  • 27 Sep 2021 09:47 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৫৭/০

    ভালো শুরু সানরাইজার্স হায়দরাবাদের। ৫ ওভারে কোনও উইকেট না খুইয়ে অরেঞ্জ আর্মি তুলেছে ৫৭ রান

  • 27 Sep 2021 09:37 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ২৬/০

    হায়দরাবাদের ওপেনিং জুটির ভালো শুরু

  • 27 Sep 2021 09:25 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও ঋদ্ধিমান সাহা।

  • 27 Sep 2021 09:11 PM (IST)

    ১৬৪ রানে থামল রাজস্থান রয়্যালস

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান করেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের টার্গেট ১৬৫।

  • 27 Sep 2021 09:08 PM (IST)

    রিয়ান পরাগ আউট

    কোনও রান করেই মাঠ ছাড়লেন রিয়ান পরাগ

  • 27 Sep 2021 09:07 PM (IST)

    সঞ্জু আউট

    ৮২ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন সঞ্জু স্যামসন

  • 27 Sep 2021 08:52 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে রাজস্থান ১৪৩/৩

    সঞ্জু স্যামসন ৭২*, মহীপাল লোমরোর ২২*

  • 27 Sep 2021 08:45 PM (IST)

    সঞ্জুর হাফসেঞ্চুরি

    হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যাসমন

  • 27 Sep 2021 08:43 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১১৩/৩

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সঞ্জুরা তুলেছে ১১৩ রান

  • 27 Sep 2021 08:34 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১৩.৪ ওভারে রাজস্থান দলগত শতরান পূর্ণ করল

  • 27 Sep 2021 08:20 PM (IST)

    লিভিংস্টোন আউট

    ৪ রান করে মাঠ ছাড়লেন লিয়াম লিভিংস্টোন

  • 27 Sep 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৭৭/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান।

  • 27 Sep 2021 08:12 PM (IST)

    যশস্বী আউট

    ৩৬ রান করে সাজঘরে ফিরলেন যশস্বী জসওয়াল। সন্দীপ শর্মা এনে দিলেন অরেঞ্জ আর্মিকে দ্বিতীয় সাফল্য

  • 27 Sep 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ৪৯ রান।

    যশস্বী জসওয়াল ২৪*, সঞ্জু স্যামসন ১৯*

  • 27 Sep 2021 07:52 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৩৭/১

    ১ উইকেট হারিয়ে ৫ ওভারে সঞ্জুরা তুলেছে ৩৭ রান

  • 27 Sep 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ২২/১

    দ্বিতীয় ওভারের প্রথম বলেই এক উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস। ৩ ওভারে রাজস্থান ২২/১

  • 27 Sep 2021 07:36 PM (IST)

    এভিন লুইস আউট

    ৬ রান করে সাজঘরে ফিরে গেলেন এভিন লুইস। হায়দরাবাদকে প্রথম উইকেট এনে দিলেন ভুবনেশ্বর কুমার

  • 27 Sep 2021 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও এভিন লুইস।

  • 27 Sep 2021 07:15 PM (IST)

    অরেঞ্জ আর্মিতে অভিষেক

    আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচ খেলতে চলেছেন জেসন রয়।

  • 27 Sep 2021 07:10 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা, প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, সন্দীপ শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল।

  • 27 Sep 2021 07:05 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: এভিন লুইল, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকট, মুস্তাফিজুর রহমান।

  • 27 Sep 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল রাজস্থান রয়্যালস।

    টসে জিতে ব্যাটিং বাছলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 27 Sep 2021 06:45 PM (IST)

    কিংবদন্তিদের সাক্ষাৎ

    ম্যাচের আগে দুই কিংবদন্তি আলাপচারিতায় ব্যস্ত

  • 27 Sep 2021 06:40 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৭ বার জিতেছে হায়দরাবাদ ও ৭ বার জিতেছে রাজস্থান। অর্থাৎ, আজ সেয়ানে সেয়ানে টক্কর দেখার জন্য তৈরি আইপিএলপ্রেমীরা।

  • 27 Sep 2021 06:36 PM (IST)

    দুবাই তৈরি, আর আপনি?

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে হায়দরাবাদ-রাজস্থান দ্বৈরথ

Published On - Sep 27,2021 6:30 PM

Follow Us: