অনেক দিন পর প্রিয় শহরে পা দিলেন মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। দিন-ক্ষণ ধরলে কোভিডের পরে কলকাতায় ফিরলেন কিংবদন্তি স্পিনার। আগে বাংলা ক্রিকেটের ভিশন টোয়েন্টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত থাকার সময় মাঝেসাঝে কলকাতায় দেখা যেত তাঁকে। এ বার অবশ্য শহরে আসার কারণ আলাদা। ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের বায়োপিক। তারই প্রচারে কলকাতায় হাজির হলেন বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের নজির একমাত্র লঙ্কান স্পিনারের দখলে। মুরলীর বায়োপিকের নামও দেওয়া হয়েছে ‘৮০০’। ছবিতে মুরলীর চরিত্রে অভিনয় করছেন স্লামডগ মিলেনেয়ার সিনেমায় অভিনীত তারকা মধুর মিত্তাল। ছবির পরিচালক এমএস শ্রীপথি। হিন্দি আর ইংরেজি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে মুরলীর বায়োপিক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শহরে এসেই সল্টলেকের এক স্কুলের ছাত্রদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন মুরলী। সেই চিরাচরিত ভঙ্গিতে বোলিং করতে দেখা গেল লঙ্কান কিংবদন্তিকে। ছাত্রদের সঙ্গে অকাতরে তুললেন সেলফিও। দীর্ঘ কয়েক বছর বাদে কলকাতায় এসে আপ্লুত মুরলী। ক্রিকেটার এবং কোচ হিসেবে এই কলকাতার সঙ্গে তাঁর পরিচিতি নতুন নয়। কিন্তু বায়োপিকের জন্য এসে খোশমেজাজে থাকলেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি। ১৯৯৬ বিশ্বকাপের অন্যতম নায়ক ছিলেন মুরলীধরন। কলকাতার ইডেনে গার্ডেন্সে সেমিফাইনাল খেলার স্মৃতি এখনও টাটকা। আরও একটা বিশ্বকাপ আসছে। আবার ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। তাই ভারতকেই বিশ্বকাপের ফেভারিট মনে করছেন স্পিনের জাদুকর। তাঁর মতে, ভারত ছাড়া সেমিফাইনালে ওঠার প্রবল দাবিদার অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। চতুর্থ পজিশনে যে কোনও দল উঠতে পারে। চোটের জন্য হাসারাঙ্গার ছিটকে যাওয়া শ্রীলঙ্কা দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করেন মুরলী।
শ্রীলঙ্কান ক্রিকেটারের জীবনে গল্পের শেষ নেই। ১৯৯৬ সালে বিশ্বকাপ জয় থেকে টেস্টে ৮০০ উইকেট। চাকিংয়ের অভিযোগে ক্রিকেটে নির্বাসিত। দেশে সুনামির কারণে অল্পের জন্য রক্ষা পাওয়া। মুরলীর স্ত্রী আবার ভারতীয়। ক্রিকেট জীবনের বাইরে বিভিন্ন গল্পও তুলে ধরা হবে এই বায়োপিকে। মুরলীর মতে, এই বায়োপিক ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেবে। কি ভাবে লড়াই করে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন, সেই কাহিনি তুলে ধরা হবে রুপোলি পর্দায়। মুরলীর চরিত্রে অভিনয় করতে গিয়ে যে নিজেকে নিখুঁত করে তুলতে হয়েছে, জানাতে ভুললেন না অভিনেতা মধুর মিত্তাল।