SL vs BAN: এশিয়া কাপে লঙ্কান ও টাইগার্সদের লড়াইয়ে যে মাইলস্টোনের সামনে দাসুন-সাকিবরা…
Asia Cup 2023: আজ, ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার-৪ পর্বের দ্বিতীয় ম্যাচে কলম্বোতে মুখোমুখি দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ।

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝে পেরোল দিন দুয়েকের বিরতি। চলছে সুপার-৪ এর লড়াই। গ্রুপ পর্বে মাত্র একটি জয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ (Bangladesh)। শ্রীলঙ্কার (Sri Lanka) পাশাপাশি ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে পা রেখেছে টাইগার্সরা। এরপর সুপার ফোর পর্বে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে নেট রান রেটও বাংলাদেশের অনেক কম। দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনালে দৌড়ে থাকতে হলে জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিতে হবে। দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চাপে অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে সুপার-৪ পর্বে শ্রীলঙ্কা আজ প্রথম ম্যাচ খেলতে নামবে। লঙ্কান ও টাইগার্সদের লড়াইয়ে দুই দলের একাধিক ক্রিকেটার মাইলস্টোন গড়ার সামনে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন আজকের এশিয়া কাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে যে রেকর্ডগুলি গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররা —
- সাকিব আল হাসান – ওডিআই ফর্ম্যাটে ৫০টি ছয় পূর্ণ করার জন্য বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে আর ৩টি ছয় মারতে হবে। পাশাপাশি ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হওয়ার জন্য এবং আবদুর রজ্জাককে (২২) টপকানোর জন্য সাকিবের চাই আর ২টি উইকেট।
- মুশফিকুর রহিম – ওডিআই ক্রিকেটে ১০০টি ছয়ের রেকর্ড পূর্ণ করার জন্য মুশফিকুর রহিমের প্রয়োজন আর ৭টি উইকেট।
- মুস্তাফিজুর রহমান – ওডিআই ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য মুস্তাফিজুর রহমানের প্রয়োজন আর ২টি উইকেট।
- দাসুন শানাকা – লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে আর ১টি ক্যাচ নিতে হবে। তা হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ নেওয়ার হাফসেঞ্চুরি পূর্ণ করবেন।
- চরিথ আসালঙ্কা – ওডিআইতে বাউন্ডারির সেঞ্চুরি পূর্ণ করার জন্য চরিথ আসালঙ্কার প্রয়োজন আর ২টি চার।
- কুশল মেন্ডিস – আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি ছয়ের রেকর্ড গড়া থেকে ৪টি ছয় দূরে রয়েছেন কুশল মেন্ডিস।
- কাসুন রজিথা – আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য কাসুন রজিথার চাই আর তিনটি উইকেট।
- দিমুথ করুণারত্নে – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে আট হাজার রান পূর্ণ করার জন্য দিমুথ করুণারত্নের প্রয়োজন আর ৮৮ রান।
- কুশল পেরেরা – শ্রীলঙ্কার হয়ে ৬ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হওয়া থেকে ৯২ রান দূরে রয়েছেন কুশল পেরেরা।
