Stuart Broad: দীপ্তির নৈতিকতা নিয়ে প্রশ্ন ব্রডের, মানকাডিং নিয়ে ‘কেঁদে’ কূল পাচ্ছে না ইংরেজরা
চার্লি ডিনকে ভারতীয় বোলার দীপ্তি শর্মার আউটের ধরন নিয়ে সরব স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা। ওই আউটেই ঘরের মাঠে ভারতের কাছে ইংল্যান্ডের মেয়েদের হোয়াইট ওয়াশ নিশ্চিত হয়। তাতেই 'কেঁদে' কূল পাচ্ছেন না সেদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা।
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ১৬ রানে জিতে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ইতিহাস হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির। জয়ের আনন্দের পাশাপাশি জন্ম নিয়েছে বিতর্কও। ইংল্যান্ডের দশম ব্যাটার চার্লি ডিনকে দীপ্তি শর্মার রান আউটের ধরন নিয়ে বেজায় ক্ষুব্ধ ইংরেজরা। আইসিসি-র নিয়ম অনুযায়ী মানকাডিং আউট এখন বৈধ। তা সত্ত্বেও দীপ্তির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয়রা দীপ্তির পক্ষে। যা করেছেন তা ক্রিকেটের নিয়মের মধ্যে পড়ে। তা হলে কীসের বিতর্ক? ভারতীয় দলের স্পিনারের রান আউটের ধরন নিয়ে সোশ্যাল মিডিয়া এখন দু ভাগ।
দীপ্তির ‘মানকাডিং’ বিতর্কে একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন ইংল্যান্ড টিমের তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। প্রথম টুইটে তিনি লেখেন, “এটা রান আউট! ম্যাচ শেষ করার খুব বাজে পদ্ধতি।” ব্রডের এই টুইটের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনরা। ব্যাটে বল লাগা সত্ত্বেও মাঠ ছেড়ে যেতে চাননি। আউট নিয়ে নিশ্চিত না থাকায় আঙুল তোলেননি আম্পায়ার। যদিও ভিডিয়ো রিপ্লেতে দেখা গিয়েছে স্পষ্ট আউট ছিলেন তিনি। রীতিমতো ট্রোল হওয়ার পর ব্রড ফের একটা টুইটে লেখেন, “আমার মানকাডিংয়ের এই বিতর্ক বেশ লেগেছে। এটা নিয়ে প্রতিক্রিয়া ভাগাভাগি হয়ে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে ম্যাচ এভাবে জিততে চাইব না। একইভাবে বিপক্ষ টিম অন্যভাবে বিষয়টি দেখায় তাঁদের জন্যও খুশি।”
I find the debate of the Mankad really interesting. So many views from either side. I personally wouldn’t like to win a match like that, also, very happy for others to feel differently https://t.co/BItCNJZqYB
— Stuart Broad (@StuartBroad8) September 24, 2022
The person who are talking about Spirit of Cricket@StuartBroad8 #DeeptiSharma pic.twitter.com/duc58jaQsT
— Cric (@Ld30972553) September 24, 2022