Virat Kohli: বিরাট নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও… স্টোকসদের বার্তা প্রাক্তন ইংলিশ তারকার

Feb 13, 2024 | 12:52 PM

IND vs ENG: ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির না থাকাটা টিম ইন্ডিয়ার (Team India) তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। এমন কথা আগে বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এ বার এক প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসদের উদ্দেশ্য বার্তা দিলেন, বিরাট কোহলি নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও। ইংলিশ ব্রিগেডকে কে বললেন এ কথা?

Virat Kohli: বিরাট নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও... স্টোকসদের বার্তা প্রাক্তন ইংলিশ তারকার
Virat Kohli: বিরাট নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও... স্টোকসদের বার্তা প্রাক্তন ইংলিশ তারকার
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) যে দলের বিরুদ্ধে খেলেন না, সেই টিমের ক্রিকেটাররা যেন প্রথমেই খানিকটা স্বস্তি নিয়ে মাঠে নামেন। ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির না থাকাটা টিম ইন্ডিয়ার (Team India) তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। এমন কথা আগে বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এ বার এক প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসদের উদ্দেশ্য বার্তা দিলেন, বিরাট কোহলি নেই, এই সুযোগে টেস্ট সিরিজ জিতে নাও। ইংলিশ ব্রিগেডকে কে বললেন এ কথা?

এসএ২০ লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডকে। সেখানেই তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলি না থাকলেও প্রথম দুটো টেস্ট আকর্ষণীয় হয়েছে। তিনি বলেন, ‘সিরিজের প্রথম দুটো ম্যাচ বেশ প্রতিযোগিতামূলক হয়েছে। আমার দেখা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ গুলোর মধ্যে অন্যতম রোমাঞ্চকর এই সিরিজ। দারুণ উত্তেজক একটা সিরিজ। ভারত শেষ টেস্ট ম্যাচটা জিতেছে কিন্তু ইংল্যান্ডের খেলার ধরণ (বাজবল) ভারতের মাটিতে কার্যকর হচ্ছে। বিরাট কোহলি নেই, ইংল্যান্ড টিমের কাছে তাই দারুণ সুযোগ রয়েছে এই টেস্ট সিরিজটা জেতার।’

ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্রডের মতে, বিরাট কোহলি না থাকার জন্য সুযোগ পাবেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা। এবং নিজেদের নাম উজ্জ্বল করার সুযোগ থাকবে তরুণদের সামনে। ব্রড মনে করেন ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে বিরাটের লড়াই অতীতে বেশ উপভোগ্য হয়েছে। তিনি বলেন, ‘অ্যান্ডারসন ও কোহলির দ্বৈরথ বেশ জনপ্রিয়। বিরাটের না থাকাটা এই সিরিজের জৌলুস খানিকটা কমিয়েছে। বিরাট যে কোনও প্রতিযোগিতার গুণমান বাড়িয়ে তোলে। ক্রিকেটের প্রতি তাঁর আবেগ বিরাট। তাঁর ফলোয়ার্সের সংখ্যাটাও বিরাট।’

বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো ইংল্যান্ড সিরিজেই নেই বিরাট। অবশ্য এখন শোনা গিয়েছে, ধরমশালায় সিরিজের শেষ টেস্টে বিরাট কোহলি টিমে ফিরতে পারেন। উল্লেখ্য, পারিবারিক কারণ দেখিয়ে বিরাট ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। বোর্ড তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

Next Article