T20 World Cup 2021: কোহলিদের বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য আইপিএলকে দুষছেন সানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2021 | 4:12 PM

টুর্নামেন্ট শুরুর আগে ভারতে বাজি রেখেছিলেন দেশ-বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু সেই ভারত বিশ্বকাপের সেমিফাইনালেই পৌঁছতে পারল না। যার কারণ হিসেবে বহু বাখ্যা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

T20 World Cup 2021: কোহলিদের বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য আইপিএলকে দুষছেন সানি
T20 World Cup 2021: কোহলিদের বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য আইপিএলকে দুষছেন সানি (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া (Team India) এ বারের কাপ (T20 World Cup) দখলের লড়াই থেকে ছিটকে গিয়েছে। আজ সুপার-১২ (Super 12) এর শেষ ম্যাচে নামিবিয়ার (Namibia) মুখে নামবে ভারত। তবে এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। টুর্নামেন্ট শুরুর আগে ভারতে বাজি রেখেছিলেন দেশ-বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু সেই ভারত বিশ্বকাপের সেমিফাইনালেই পৌঁছতে পারল না। যার কারণ হিসেবে বহু বাখ্যা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। যেমন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বিশ্বকাপে বিরাটদের পারফরম্যান্সের জন্য আইপিএলকে (IPL) দায়ী করছেন।

সুনীলের মতে, বিরাট-রোহিতদের উচিত ছিল বিশ্বকাপের জন্য নিজেদের তরতাজা রাখতে আইপিএলের শেষের কিছু ম্যাচে না খেলা। এক অনুষ্ঠানে গাভাসকর বলেন, “এই পর্যায়ে, যখন আমরা কাজের চাপের ব্যাপার নিয়ে কথা বলি, সব বিষয় সহজে ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে থাকি। তা হলে ভারতের কয়েকজন প্লেয়ারর কি আইপিএলের শেষ কয়েকটি ম্যাচ না খেলে থাকতে পারেননি? তাঁরা কি পারত না এই খেলা থেকে নিজেদের সরিয়ে রাখতে এবং ভারতের হয়ে বিশ্বকাপে নিজেদের সতেজ রাখতে? অবশ্য, এই ব্যাপারে তাঁরাই উত্তর দিতে পারবে। বিশেষ করে যখন আপনি জানেন, যে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন না, তখন কিছু প্লেয়ারদের নিজেদের চার্জড আপ করার জন্য কি এক সপ্তাহ, বা ১০ দিনের বিরতি নেওয়া উচিত ছিল না?”

এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারত ব্যাকফুটে চলে গিয়েছিল। তার পর আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে দুটো ম্যাচে জিতলেও সেমিফাইনালের জন্য রোহিতদের তাকিয়ে থাকতে হয়েছিল রবিবারের নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে। সেই ম্যাচে কিউয়িরা জেতায় সব আশা ভেঙে চুরমার হয়ে যায় ভারতের। ফলে সুপার-১২-এর এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মেন ইন ব্লুরা।

আরও পড়ুন: Kapil Dev : বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড-বিরাটদের তোপ কপিলের

আরও পড়ুন: T20 World Cup 2021: বাবল ‘ক্লান্তি’র অজুহাতে অসন্তুষ্ট বোর্ড

আরও পড়ুন:  Virat and Ravi: আজ বিরাট-শাস্ত্রী যুগের অবসান

Next Article