BCCI: রঞ্জি ট্রফির গুরুত্ব কমার নেপথ্যে বিসিসিআই! বোর্ডের উপর ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর

Oct 21, 2024 | 6:57 PM

Sunil Gavaskar: এই মুহূর্তে ভারতের মাটিতে বেশ কিছু ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ব্যস্ত। চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেখানে দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলছেন। এ ছাড়াও একই সময় চলছে এমার্জিং প্লেয়ার এশিয়া কাপ। সানি এই পরিস্থিতিতে বোর্ডের উপর ক্ষোভ উগরে দিলেন।

BCCI: রঞ্জি ট্রফির গুরুত্ব কমার নেপথ্যে বিসিসিআই! বোর্ডের উপর ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর
BCCI: রঞ্জি ট্রফির গুরুত্ব কমার নেপথ্যে বিসিসিআই! বোর্ডের উপর ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) রাখঢাক করে কথা বলেন না। তাঁর মতে লাল বলের ঘরোয়া ক্রিকেটকে বিসিসিআই অতটাও প্রাধান্য দিচ্ছে না। দেশের মাটিতে চলছে রঞ্জি ট্রফির ৯০তম সংস্করণ। ভারতের একাধিক ক্রিকেটার ভারতের এই ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলতে ব্যস্ত। সেখানে একাধিক ক্রিকেটার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করছেন। ৫-৬টি করে উইকেটও নিচ্ছেন বোলাররা। কিন্তু তারপরও সানি মনে করছেন বোর্ডের পক্ষ থেকে রঞ্জি ট্রফিকে (Ranji Trophy) যতটা গুরুত্ব দেওয়া উচিত, ততটা দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে আর কী বললেন গাভাসকর?

এই মুহূর্তে ভারতের মাটিতে বেশ কিছু ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ব্যস্ত। চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেখানে দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলছেন। এ ছাড়াও একই সময় চলছে এমার্জিং প্লেয়ার এশিয়া কাপ। ফলে দেশের একাধিক ক্রিকেটার রঞ্জিতে খেলতে পারছেন না। এরপর নভেম্বরের ৮ তারিখ থেকে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-২০ সিরিজ। সানি এই প্রসঙ্গে স্পোর্টসস্টারের এক কলামে লিখেছেন, ‘ভারত একদিকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। আমাদের কিছু প্লেয়ার এমার্জিং এশিয়া কাপে খেলছেন। রঞ্জি ট্রফির মরসুম শুরু হয়ে গিয়েছে। যদি প্লেয়াররা এই ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে দূরে চলে যায়, তা হলে এই টুর্নামেন্টগুলোর গুরুত্ব কমে যায়। এমনিতেই আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটাররা রঞ্জি ট্রফির জন্য উপলব্ধ থাকে না। তাঁদের জাতীয় ডিউটি থাকে। আর যদি ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ডিউয়ির মাঝে কোনও উইন্ডো পাওয়া যায়, তা হলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টও ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’

সানি আরও বলেন, ‘পরের মাসে অস্ট্রেলিয়া সফরের আগে দক্ষিণ আফ্রিকায় একটা চার ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। আমার মনে হয় এটা প্রয়োজন ছিল না। পরের মাসে অস্ট্রেলিয়া সফরের সঙ্গে একটা ভারত-এ টিমের সফরও রয়েছে। তাই প্রায় ৫০-৬০ জন প্লেয়ার তাঁদের রাজ্যের দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার জন্য উপলব্ধ থাকবেন না।’

রঞ্জি ট্রফির জৌলুস কি কমেছে? গাভাসকরের দাবি আইপিএল আসার পর এই টুর্নামেন্টের টান খানিকটা কমেছে। তিনি বলেন, ‘আপনারা কি কখনও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে ‘এ’ টুর বা তাদের ঘরোয়া মরসুমে অর্থহীন ইভেন্টে অংশগ্রহণ করতে দেখেছেন? তাদের ঘরোয়া মরসুমে ঘরোয়া টুর্নামেন্টগুলো গোছানো। কিন্তু আইপিএল আসার পর থেকে রঞ্জি ট্রফি দুঃখজনকভাবে অনেকটাই পিছনে চলে গেছে। আশা করি, এটা পরের মরসুম থেকে পরিবর্তিত হবে।’

Next Article