IPL 2021: নারিন ছন্দে ফিরতেই প্লে অফের আশা দেখছে কেকেআর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 30, 2021 | 9:16 AM

২০১৪ সালের পর আচমকাই আতস কাচে এল নারিনের বোলিং অ্যাকশন। বিতর্কিত অ্যাকশনের জন্য নির্বাসিতও হলেও ক্যারিবিয়ান স্পিনার। আইপিএল যখনই শুরু হয়েছে। তার আগেই নারিনের অ্যাকশন বিতর্ক সামনে এসেছে। অ্যাকশন শুধরে ফেরার চেষ্টাও করেছেন। কখনও আবার টুর্নামেন্টের মাঝে নারিনের অ্যাকশন বিতর্ক ঝামেলায় ফেলেছে।

IPL 2021: নারিন ছন্দে ফিরতেই প্লে অফের আশা দেখছে কেকেআর
সুনীল নারিন। ছবি: টুইটার

Follow Us

দুবাই: সুনীল নারিন (Sunil Narine) ছন্দে ফিরতেই ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ক্যারিবিয়ান অফস্পিনার এতদিন নিষ্প্রভই ছিলেন। কিন্তু দিল্লির বিরুদ্ধে ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়তেই দিল্লিকে বেলাইন করল শাহরুখের দল। কেকেআরের সবচেয়ে বর্ষীয়ান ক্রিকেটার। ৯ বছর ধরে নাইটদের হয়ে খেলছেন। অনেক উত্থান-পতনের সাক্ষী। পরিস্থিতি যাই হোক, নারিনকে কখনও ছাড়েনি টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার দাম দিচ্ছেন সুনীল নারিনও। আইপিএলে মর্গ্যানদের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখার পিছনে ক্যারিবিয়ান অলরাউন্ডার।

একটু পিছন ফিরে তাকানো যাক। ২০১২ সালে সুনীল নারিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দলে আবির্ভাবেই সে বছর চমকে দিয়েছিলেন তিনি। ১৫ ম্যাচে নেন ২৪ উইকেট। একটা ম্যাচে ১৯ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। নারিন ম্যাজিকে ভর করে ওই বছরই প্রথম বার আইপিএল জেতে কেকেআর। ২০১৪-তেও ঠিক তাই-ই হল। ১৮ ম্যাচে ২১ উইকেট নেন নারিন। আবারও আইপিএল সেরা গৌতম গম্ভীরের কেকেআর। এরপর আর কখনও তাঁকে হাতছাড়া করেনি নাইট টিম ম্যানেজমেন্ট। সোনায় মুড়িয়ে রাখা হয় নারিনকে। ২০১৩ আইপিএলেও ২২ উইকেট নিয়েছিলেন তিনি।

২০১৪ সালের পর আচমকাই আতস কাচে এল নারিনের বোলিং অ্যাকশন। বিতর্কিত অ্যাকশনের জন্য নির্বাসিতও হলেও ক্যারিবিয়ান স্পিনার। আইপিএল যখনই শুরু হয়েছে। তার আগেই নারিনের অ্যাকশন বিতর্ক সামনে এসেছে। অ্যাকশন শুধরে ফেরার চেষ্টাও করেছেন। কখনও আবার টুর্নামেন্টের মাঝে নারিনের অ্যাকশন বিতর্ক ঝামেলায় ফেলেছে। বারবার বোলিং অ্যাকশন বদলাতে হয়েছে তাঁকে। প্রথম বারের নারিন আর এখনের নারিনের মধ্যে বিস্তর ফারাক। অ্যাকশন বিতর্ক সামনে আসার পর, ব্যাটিংয়ে মনোনিবেশ করতে থাকেন। একটা সময় কেকেআরের ওপেনার হিসেবে তিনিই হয়ে উঠেছিলেন অটোমেটিক চয়েস। কখনও ক্লিক করতেন, কখনও করতেন না। তবু নারিনে আস্থা হারায়নি শাহরুখের দল। এ বারের আইপিএলে আসার আগে অ্যাকশন বিতর্ক মাথাচাড়া দেয়নি। তাই তিনি এখন অনেক খোলা মনেই খেলছেন। আইপিএলে এখনও পর্যন্ত ১২৮ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন সুনীল নারিন।

শুক্রবার কেকেআরের সামনে পঞ্জাব কিংস। ১১ ম্যাচে রাহুলদের ঝুলিতে ৮ পয়েন্ট। সহজে ছেড়ে দেবেন না সামি, রাহুলরা। তবে পাল্টে যাওয়া নারিনই এখন প্লে অফের স্বপ্ন দেখাচ্ছে নাইটদের।

আরও পড়ুন: IPL 2021: আজ রাতে ধোনি-উইলিয়ামসন দ্বৈরথ

আরও পড়ুন: Indian Cricket: বিরাটদের জন্য বিদেশি কোচের পথ বিসিসিআই

Next Article