Indian Cricket: বিরাটদের জন্য বিদেশি কোচের পথ বিসিসিআই

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড করা জানিয়েছেন, ''কুম্বলে নিজে আর আসতে চাইছেন না। কারণ কুম্বলে এখন এলে সেই দলটারই মুখোমুখি হতে হবে যাঁদের (বিরাট কোহলি এবং অনান্য) সঙ্গে বিবাদের জন্য তাঁকে পদ ছাড়তে হয়েছিল। পাশাপাশি বোর্ড সভাপতি সৌরভ (Sourav Ganguly) ছাড়া অন্য কর্তারাও কুম্বলে কোচ করার পক্ষাপাতি নয়।''

Indian Cricket: বিরাটদের জন্য বিদেশি কোচের পথ বিসিসিআই
ভারতীয় ক্রিকেট দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 5:16 PM

মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সামনে এবার গুরু দায়িত্ব। হাতে সময় খুব কম। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই নতুন কোচ (coach) নিয়োগ করতে হবে। কে হতে পারেন নতুন কোচ? শুরু থেকে তালিকায় ছিল দুটো নাম অনিল কুম্বলে (Anil Kumble) এবং ভিভিএস লক্ষণ (VVS Laxman)। কিন্তু বোর্ড সূত্রে খবর কুম্বলে জাতীয় দলের কোচের পদে আর বসতে চান না। আগ্রহ দেখাচ্ছেন না ভিভিএস লক্ষণও। তাই নাকি বিদেশি কোচার (foreign coach) ভাবনা চিন্তা শুরু হয়েছে বোর্ডের অন্দরে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড করা জানিয়েছেন, ”কুম্বলে নিজে আর আসতে চাইছেন না। কারণ কুম্বলে এখন এলে সেই দলটারই মুখোমুখি হতে হবে যাঁদের (বিরাট কোহলি এবং অনান্য) সঙ্গে বিবাদের জন্য তাঁকে পদ ছাড়তে হয়েছিল। পাশাপাশি বোর্ড সভাপতি সৌরভ (Sourav Ganguly) ছাড়া অন্য কর্তারাও কুম্বলে কোচ করার পক্ষাপাতি নয়। সৌরভের প্রস্তাবে বাকি কর্তারাও রাজি হননি। কারণ কিংস ইলেভেন পঞ্জাবের কোচ হিসিবে কুম্বলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ভিভিএস লক্ষণও আগ্রহ দেখাচ্ছেন না। ”

এই অবস্থায় বোর্ডের ভাবনায় বিদেশি কোচ। জন রাইট ভারতের প্রথম বিদেশি কোচ ছিলন। তারপর গ্রেগ চ্যাপেল ও পরে ডানকান ফ্লেচারকে কোচের পদে বসানো হয়েছিল। এবার কে হতে পারেন? শোনা যায় মাহেলা জয়বর্ধনেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও রাজি হননি।

শেষ বার বোর্ড যখন কোচ চেয়ে বিজ্ঞপ্ত জারি করেছিল তখন অস্ট্রেলিয়ার টম মুডি ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সও আবেদন করেছিলেন। কিন্তু ইন্টারভিউ পর্বের আগে ফিল সরে দাঁড়ান। নতুন কোচ চেয়ে এখনও বিজ্ঞপ্ত জারি করেনি বোর্ড। তারপরও হয়তো পূর্ণাঙ্গ ছবিটা পরিস্কার হবে।

আরও পড়ুন: Pakistan Cricket: সময় শেষের আগেই দায়িত্ব ছাড়লেন পাক বোর্ডের সিইও