সামির বাউন্সারটাই আমাকে জাগিয়ে দিয়েছিল: হার্দিক

হার্দিক কিন্তু বলেছেন, 'এর আগে আমি অনেকবার দেখেছি, যে কোনও সুযোগকে যদি নতুন করে নেওয়া যায়, তা হলে হিরো হওয়ার জায়গা থাকে। আর তাতে টিমকে জেতানো যায়। অতীতেও এমন হয়েছে, আমিই ভুলে গিয়েছিলাম।'

সামির বাউন্সারটাই আমাকে জাগিয়ে দিয়েছিল: হার্দিক
হার্দিক পান্ডিয়া। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 8:55 AM

আবু ধাবি: যে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে প্রশ্নের শেষ নেই, সেই তিনি অবশেষে রানে ফিরলেন। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ৪০ নট আউট করেছিলেন হার্দিক। ওই ইনিংসের সুবাদেই ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

হার্দিকের ফিটনেস নিয়েই যত প্রশ্ন। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দুটো ম্যাচ খেলেননি তিনি। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও রান পাননি। পঞ্জাব ম্যাচেও বোলার হার্দিককে দেখা যায়নি। তবে ব্যাটে রান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁকে। হার্দিকের রানে ফেরার কারণ, সামির বাউন্সার তাঁর গায়ে লাগা। যার পর মুম্বইয়ের ক্রিকেটার ঠিক করে নিয়েছিলেন, আউট হবেন না।

হার্দিক বলেছেন, ‘এই রান পাওয়ার পিছনে সামির অনেকটা কৃতিত্ব। ওর বলটা আমার গায়ে লাগার পর পোলার্ডকে বলেছিলাম, ওটা আমার জেগে ওঠার বল ছিল। ওটাই আমাকে পাল্টে দেবে। হয়েওছিল তাই। তার আগে কিন্তু খেলতে অসুবিধা হচ্ছিল আমার।’

ম্যাচের পর নাথন কুল্টার-নাইলকে একটা সাক্ষাৎকার দিয়েছেন হার্দিক। তাতেই নিজের মনোভাব প্রকাশ করেছেন। হার্দিককে নিয়ে এত প্রশ্নই তাঁকে চাপে রেখেছিল। অনেকেই বলতে শুরু করেছেন, ফিট নন যিনি, তাঁকে রেখে কী করে বানানো হল টিম? নির্বাচকরা কেন বাড়তি সুযোগ দিচ্ছেন হার্দিককে?

হার্দিক কিন্তু বলেছেন, ‘এর আগে আমি অনেকবার দেখেছি, যে কোনও সুযোগকে যদি নতুন করে নেওয়া যায়, তা হলে হিরো হওয়ার জায়গা থাকে। আর তাতে টিমকে জেতানো যায়। অতীতেও এমন হয়েছে, আমিই ভুলে গিয়েছিলাম।’

পঞ্জাবের বিরুদ্ধে জিতে এখন প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন দেখা শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর তার জন্য বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে হবে। হার্দিকের ফর্মে ফেরা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে। বিশ্বকাপের টিম থেকে যেতে হলে কিন্তু হার্দিককে আরও কয়েকটা ভালো ইনিংস খেলতে হবে। শনিবার দিল্লির বিরুদ্ধে খেলা মুম্বইয়ের।

আরও পড়ুন: Indian Cricket: বিরাটদের জন্য বিদেশি কোচের পথ বিসিসিআই