রয়্যাল লড়াই জিতে প্লে-অফের আরও কাছাকাছি বিরাটরা
১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেল বিরাটের (Virat Kohli) (Royal Challengers Bangalore)। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বিরাটদের। আইপিএলের (IPL) লিগ টেবিলে অন্য দিকে ১১ ম্যাচে ৮ পয়েন্ট আটকে থাকল সঞ্জুর রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ তাদের।
দুবাই: দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাক্সওয়েল (Maxwell) ঝড়। আর তাতেই বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। ২০ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের (playoff) আরও কাছাকাছি পৌঁছে গেল বিরাটের (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। টস জিতে প্রথমে সঞ্জুদের ব্যাট করতে পাঠান বিরাট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান রাজস্থানের (RR)। জবাবে ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর। বল হাতে দুরন্ত আরসিবির হর্ষল, শাহাবাজ, চাহালরা। অন্যদিকে ভালো শুরু করেও ম্যাচে দাপট ধরে রাখতে ব্যর্থ রাজস্থান রয়্যালস।
রাজস্থানের ব্যাটিংয়ের শুরুটা জমজমাট। তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল ও ইভান লুইস প্রতিপক্ষকে দুমরে দিয়ে শুরু করেছিলেন ব্যাটিং। ৭৭ রানের ওপেনিংয় পার্টনারশিপ। ৩১ রান করে আউট যশস্বী। ৫৮ রানের ঝকঝকে ইনিংস লুইসের। কিন্তু তারপর ম্যাচের রাশটা যেন পিঙ্ক আর্মি নিজেরাই তুলে দিল বিরাটের দলের হাতে। দায়িত্বজ্ঞাহীনের মত একের পর এক উইকেট ছুঁড়লেন সঞ্জু, লোমরোররা। বাংলার শাহাবাজ এক ওভারে সঞ্জু ও তেওয়াটিকে ফিরিয়ে রাজস্থান ইনিংসের কোমর ভেঙে দিলেন। শেষ ওভারে হার্ষল প্যাটেলের কমালা। এক ওভারে তিন উইকেট। যে রাজস্থানকে একটা সময় দেখে মনে হচ্ছে দুশোর কাছাকাছি পৌঁছে যাবে তারাই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে শেষ করল। হর্ষলের ৩ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট শাহাবাজ ও চাহালের।
১৫০ রানের টার্গেট। প্রথম চারে জায়গা করার জন্য পয়েন্টের পাশাপাশি নজর রাখতে হবে রান রেটেও। সেটা মাথেয় রেখেই শুরু থেকেই মেজাজে কিং কোহলি। দেবদত্তকে সঙ্গে নিয়ে কার্তিক, ক্রিস মরিসদের ওপর চেপে বসলেন তিনি। পাওয়ার প্লেতেই ৫০ এর গন্ডিতে পৌঁছে গেল আরসিবি। এরপর জোড়া ধাক্কা। প্রথমে মুস্তাফিজুরের বলে দেবদত্ত তারপর বিরাটের রান আউট। কিছুটা চাপ তৈরি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। কিন্তু অভিজ্ঞতা দিয়ে সামলে নিলেন ম্যাক্সওলেয়। সঙ্গ দিলেন কেএস ভারত। রান রেটও বাড়তে দিলেন না, আবার পার্টনারশিপও গড়ে তুললেন। তারকা খচিত আরসিবিতে ইউটিলিটি ক্রিকেটার হয়ে উঠছেল উইকেট কিপার কেএস ভরত। তাঁর ৪৪ রানের ইনিংসটাই ব্যাঙ্গালোরের জেয়র ভীত তৈরি করল। তিনি হাফ সেঞ্চুরি মিস করলেও ম্যাক্সি দলকে জয়ের সীমা পার করিয়ে প্যাভেলিয়ানে ফিরলেন। অপরাজিত থাকলেন ৫০ রানে।
A match winning FIFTY for @Gmaxi_32 as @RCBTweets win by 7 wickets against #RR.
Scorecard – https://t.co/nORWT9iLHL #RRvRCB #VIVOIPL pic.twitter.com/k2iGxhYPJN
— IndianPremierLeague (@IPL) September 29, 2021
১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেল বিরাটের দল। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বিরাটদের। আইপিএলের (IPL) লিগ টেবিলে অন্য দিকে ১১ ম্যাচে ৮ পয়েন্ট আটকে থাকল সঞ্জুর রাজস্থান রয়্যালস। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ তাদের।
আরও পড়ুন: Indian Cricket: বিরাটদের জন্য বিদেশি কোচের পথ বিসিসিআই