হায়দরাবাদ: সাফল্যে ফিরতে কোচিং স্টাফদের পুরো খোলনলচেই পাল্টে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। গত মরসুমে আইপিএলে (IPL) জঘন্য পারফরম্যান্স টিমের। প্লে-অফে যাওয়া দূরের কথা, অধিকাংশ ম্যাচেই সেরাটা দিতে পারেননি ক্রিকেটাররা। নতুন মরসুমে ব্যর্থতা ঝেড়ে ফেলতে তারকাখচিত টিম তৈরি করাই লক্ষ্য এসআরএইচের (SRH)। সেই পথে হাঁটার ইঙ্গিতই মিলছে প্রাক্তন তারকাদের নিয়ে তৈরি কোচিং টিমে। ব্রায়ান লারা (Brian Lara) থেকে ডেল স্টেইনদের জুড়ে ফেলা হল টিমের সঙ্গে।
Introducing the new management/support staff of SRH for #IPL2022!
Orange Army, we are #ReadyToRise! ?@BrianLara #MuttiahMuralitharan @TomMoodyCricket @DaleSteyn62 #SimonKatich @hemangkbadani pic.twitter.com/Yhk17v5tb5
— SunRisers Hyderabad (@SunRisers) December 23, 2021
ট্রেভর বেলিসের হেড কোচ হিসেবে আগামী মরসুমে যে আবার দেখা যাবে টম মুডিকে, তা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। তাঁর কোচিংয়েই ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। এ বার হায়দরাবাদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ক্রিকেট ছাড়ার পর বেশিরভাগ সময় কমেন্ট্রিই করতে দেখা গিয়েছে তাঁকে। এই প্রথম আইপিএলের কোচ হলেন লারা। কেন উইলিয়ামসনদের যাতে কোচিং টিমে সেরা বিকল্প দেওয়া যায়, সেই কারণেই লারাকে জুড়ে দেওয়া হল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের অভিজ্ঞতা কাজে লাগবে প্লেয়ারদের। শুধু তাই নয়, তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে লারাকে দেখে।
টম মুডির সহকারী কোচ হিসেবে থাকছেন সাইমন কাটিচ। প্রথম তাঁকে বোলিং কোচ করা হয়েছিল। কিন্তু প্রাক্তন প্লেয়ার ডেল স্টেইন কোচিং করাতে রাজি হওয়ায় কাটিচকে সহকারী করে বোলারদের দায়িত্ব দেওয়া হল দক্ষিণ আফ্রিকার পেসারকে। মুরলীথরন থাকছেন, স্পিন বোলিং কোচ হিসেবে। হেমঙ্গ বাদানিকে নেওয়া হল ফিল্ডিং কোচ হিসেবে। পাশাপাশি স্কাউটিংয়ের কাজও করবেন।
আইপিএলে দীর্ঘদিন ট্রফি জেতেনি হায়দরাবাদ। আগামী মরসুমে ১০ লিগে নিজেদের মেলে ধরার জন্য সেরা কোচিং টিম বানানো হয়েছে। এখনও পর্যন্ত কেন উইলিয়ামসন, উমরান মালিক, আব্দুল সামাদদের রিটেইন করা হয়েছে। বাকি সবাইকে ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ফেব্রুয়ারিতে মেগা নিলাম। সেখান থেকেই টিম গোছাতে চাইছেন কর্তারা।
আরও পড়ুন: সৌরভ কেন বিরাট বিতর্ক নিয়ে মুখ খুলল? প্রশ্ন দিলীপ বেঙ্গসরকরের