সঙ্ঘমিত্রা চক্রবর্তী
পঞ্জাব কিংস ১২০ (১৯.৪ ওভারে)
সানরাইজার্স হায়দরাবাদ ১২১/১ (১৮.৪ ওভারে)
চিপকের পিচ মানে ঘূর্ণি উইকেটে ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা। বড় রান পেতে হলে অপেক্ষা করতে হবে খারাপ বলের জন্য। চার-ছয়ের খোঁজ করতে করতে চালু রাখতে হবে স্কোর বোর্ড। চেন্নাইয়ে যে টিমই খেলতে নামছে, এই শর্ত মাথায় রাখছে। ওয়াংখেড়ে থেকে চিপকে পা দেওয়া লোকেশ রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) বোধহয় সেটাই বুঝতে পারেনি। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার আর কেন উইলিয়ামসন সেটাই দেখিয়ে গেলেন তাঁদের। ম্যাচের এই নির্যাসটুকু ধরেই আইপিএলে (IPL) প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। লিগ টেবলের তলানি থেকে পাঁচে উঠে পড়ল তারা।
অবশ্য ১২১ রান তাড়া করতে নেমে অকারণে তাড়াহুড়ো করার দরকার পড়ে না। বেয়ারস্টো-ওয়ার্নার মিলে ওপেনিং জুটিতে ৭৩ রান দিয়ে গিয়েছিলেন। বাকি কাজটা সেরে ফেললেন বেয়ারস্টো। ৫৬ বলে নট আউট ৬৩ রানের ইনিংস খেলে। ৩টে ছয় ও ৩টে চার দিয়ে সাজানো ইনিংস। সেই সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নেমে উইলিয়ামসন ১৯ বলে নট আউট ১৬ রান করে গেলেন। পঞ্জাবের ১২০-র জবাবে ৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় হায়দরাবাদের।
That’s that from Match 14 as @SunRisers win by 9 wickets to register their first win in #VIVOIPL 2021.
Scorecard – https://t.co/gUuead0Gbx #PBKSvSRH pic.twitter.com/d91pWM2OHR
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
চিপকের কঠিন পিচে হায়দরাবাদের সহজ জয় সম্ভব হল রাহুলদের ব্যাটিং ব্যর্থতার জন্য। পঞ্জাবের দ্রুত ৫/৬৩ হয়ে যায়। চিপকের উইকেটে যে মন্থর, বল নীচু হবে, ঘূর্ণি আছে— জেনেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। কিন্তু অহেতুক আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে এলেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। শুরুতেই রাহুল (৪) ফিরে যান, ভুবনেশ্বর কুমারের স্লোয়ারে। ২২ রানের মাথায় মায়াঙ্ক আগরওয়ালকে ফেরান খলিল আহমেদ। গেইল তখনও ক্রিজে। ঝড়ঝাপটা দূরে থাক, এ বারের আইপিএলে গেইলের ব্যাটে বড় রানই নেই। এই ম্যাচেও রশিদের স্পিনটা বুঝতে পারলেন না তিনি। নিজে ১৫ রানে আউট হওয়ার আগে অবশ্য নিকোলাস পুরানকে (০) রান আউট করে গিয়েছেন গেইল। শেষ দিকে শাহরুখ খান ২২ রান না করলে ১০০-ও পার করতে পারত না পঞ্জাব। রাহুলদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক বোলিং করল হায়দরাবাদ। তরুণ বাঁ হাতি স্পিনার অভিষেক শর্মা, রশিদ খান, খলিল আহমেদ, ভুবনেশ্বরদের সামলাতেই পারলেন না পঞ্জাবের ব্যাটসম্যানরা।
Aapesi odipoyinavadu unnadu kani, prayatnisthu odipoyinavadu ledu ?#PBKSvSRH #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/9L4Cu8kogw
— SunRisers Hyderabad (@SunRisers) April 21, 2021
আইপিএলে আগের তিনটে ম্যাচে হায়দরাবাদ দারুণ বোলিং করলেও ব্যাটিং সে ভাবে দাঁড়াচ্ছিল না। বেয়ারস্টোর রানে ফেরা, কেন উইলিয়ামসনের টিমে ঢোকা— পরিস্থিতি পাল্টে দিল। এখান থেকেই এগনোর স্বপ্ন দেখা শুরু করে দিল ওয়ার্নারের টিম।
সংক্ষিপ্ত স্কোর: পঞ্জাব কিংস ১২০ (মায়াঙ্ক ২২, শাহরুখ ২২, গেইল ১৫, খলিল ৩/২১, অভিষেক ২/২৪, রশিদ ১/১৭)। সানরাইজার্স হায়দরাবাদ (বেয়ারস্টো , ওয়ার্নার ৩৭, উইলিয়ামসন