ICC Men’s Player Rankings: দ্বিতীয় স্থানে থেকেই বিশ্বকাপে নামছেন স্কাই

Suryakumar Yadav: বিশ্বকাপের আগে নিউজল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। ধারাবাহিকতা দেখিয়েছেন রিজওয়ান। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদবের রেটিং পয়েন্ট ৮৩৮। আর কোনও ভারতীয় ব্যাটার অবশ্য প্রথম দশে নেই।

ICC Men’s Player Rankings: দ্বিতীয় স্থানে থেকেই বিশ্বকাপে নামছেন স্কাই
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 6:24 PM

দুবাই : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবেই নামবেন ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসি-র সদ্য প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সূর্য। তবে শীর্ষে থাকা পাকিস্তান ওপেনার মহম্মদ রিজওয়ান রেটিং পয়েন্টের দিক থেকে অনেকটাই ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। আইসিসি (ICC) টি২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রিজওয়ান। বিশ্বকাপের আগে নিউজল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। ধারাবাহিকতা দেখিয়েছেন রিজওয়ান। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদবের রেটিং পয়েন্ট ৮৩৮। আর কোনও ভারতীয় ব্যাটার অবশ্য প্রথম দশে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ চলছে। সুপার ১২-এর খেলা শুরু হবে ২২ অক্টোবর। পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্ব ক্রমতালিকা অনুযায়ী সেরা দুই ব্যাটসম্যানও মুখোমুখি হবে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল (১৩), বিরাট কোহলি (১৫) এবং অধিনায়ক রোহিত শর্মা ১৬ নম্বরে রয়েছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ক্রমতালিকায় তৃতীয় স্থানেই রয়েছেন। এরপরের দুই স্থানে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। প্রথম দশে বদল বলতে, নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার গ্লেন ফিলিপস ১৩ ধাপ উঠে দশম স্থানে জায়গা করে নিয়েছেন।

অলরাউন্ডারদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। শীর্ষস্তানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে খেলেছিল বাংলাদেশ। তাদের শেষ দুটি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেন সাকিব। আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবিকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে তেমন বড় রদবদল নেই বললেই চলে। আফগান স্পিনার মুজিব উর রহমান দু-ধাপ উঠে পঞ্চম স্থানে। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ এক ধাপ উঠে অষ্টম স্থানে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার জশ হ্যাজলউড। এরপর রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি।