AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Syed Mushtaq Ali T20: শীতের শহরে একগুচ্ছ ক্রিকেট ম্যাচ, নজরে রিঙ্কু-বৈভবরা

আইপিএল নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্পটররাও এসেছেন শহরে। বোর্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থেকেই আইপিএল নিলামের ব্লু প্রিন্ট সাজিয়ে নিতে চাইছেন সবাই। বুধ সকালে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলবে গোয়া আর উত্তরপ্রদেশ।

Syed Mushtaq Ali T20: শীতের শহরে একগুচ্ছ ক্রিকেট ম্যাচ, নজরে রিঙ্কু-বৈভবরা
Syed Mushtaq Ali T20: শীতের শহরে একগুচ্ছ ক্রিকেট ম্যাচ, নজরে রিঙ্কু-বৈভবরাImage Credit: X
| Edited By: | Updated on: Nov 25, 2025 | 3:19 PM
Share

কলকাতা: শীতে শহর জুড়ে ক্রিকেট মরসুম। আগামিকাল থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি টি-২০ (Syed Mushtaq Ali T20) টুর্নামেন্ট। কলকাতার ইডেন আর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও হবে ম্যাচ। বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হায়দরাবাদ, গোয়া, জম্মু-কাশ্মীরের ম্যাচ রয়েছে কলকাতায়। একঝাঁক তারকা খেলতে এসেছেন ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে। বুধ সকালেই যাদবপুরে মুখোমুখি হবে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) আর কেকেআর তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।

আইপিএল নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্পটররাও এসেছেন শহরে। বোর্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থেকেই আইপিএল নিলামের ব্লু প্রিন্ট সাজিয়ে নিতে চাইছেন সবাই। বুধ সকালে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলবে গোয়া আর উত্তরপ্রদেশ। বিকেল সাড়ে চারটেয় ইডেনে খেলতে নামবে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। প্রতিপক্ষ মনন ভোরাদের চণ্ডীগড়। শুক্রবার ইডেনে খেলবে ভেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কেকেআরের তারকা রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ারের অনুশীলনের ছবি।

আইপিএল নিলামের আগে মুস্তাক আলি টি-২০ অ্যাসিড টেস্ট ভেঙ্কটেশদের কাছে। কেকেআর ছেড়ে দিয়েছে। মুস্তাক আলি টি-২০ প্রমাণের মঞ্চ মধ্যপ্রদেশের অলরাউন্ডারের কাছে। ইডেন আর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে একগুচ্ছ ম্যাচ। ইডেনের তিন নম্বর গেট খোলা থাকছে সাধারণের জন্য। শীতের মরসুমে ক্রিকেট উপভোগ করতে তৈরি শহর কলকাতা।