পূর্ণশক্তির মুম্বই কতটা ভয়ঙ্কর! মুস্তাক আলি টি-টোয়েন্টিতে আরও একবার সেটাই দেখা গেল। শুরুর দিকে না খেললেও মুম্বই টিমে যোগ দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর মাঠে নেমেই ঝড়। দুর্দান্ত পারফরম্যান্স শিবম দুবের। বল হাতে নজর কাড়লেন শার্দূল ঠাকুর। আইপিএলের যাবতীয় হতাশা ক্রমশ যেন কাটিয়ে উঠছেন শার্দূল। মেগা অকশনে এ বার অবিক্রিত থেকেছেন। আগের ম্যাচে লজ্জার নজিরও গড়েছিল। ঘুরে দাঁড়ালেন দ্রুতই। সার্ভিসেসের বিরুদ্ধে ৩৯ রানে জয় মুম্বইয়ের।
টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সার্ভিসেস। ইনিংসের তৃতীয় ডেলিভারিতে শূন্যতেই ফেরেন বিতর্কের মধ্যে থাকা পৃথ্বী শ। আর এক ওপেনার অজিঙ্ক রাহানে ১৮ বলে ২২ রানে ফেরেন। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার করেন ১৪ বলে ২০। মাত্র ৬০ রানে তিন উইকেট। এখান থেকেই মুম্বইয়ের তাণ্ডব শুরু। ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মাত্র ৪৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সাতটি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি।
স্কাইয়ের চেয়েও বিধ্বংসী মেজাজে বাঁ হাতি ব্যাটার শিবম দুবে। ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুটি বাউন্ডারি এবং সাতটি ছয় তাঁর ইনিংসে। স্কাই-শিবমের দাপটে বোর্ডে ৪ উইকেটে ১৯২ রান তোলে মুম্বই। জবাবে সার্ভিসেস ১৯.৩ ওভারে ১৫৩ রানেই অলআউট। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট শার্দূল ঠাকুরের। তিন উইকেট নিয়েছেন শামস মুলানি। ব্যাট হাতে তাণ্ডবের পর ১ উইকেটও নেন শিবম দুবে।
Mumbai have set a target of 193 in front of Services 🎯
Suryakumar Yadav (70 off 46) and Shivam Dube (71*off 37) put on a solid 130-run stand!
Can Services chase it down? #SMAT | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/fYSxpPPSvj pic.twitter.com/0KOJI9uxuy
— BCCI Domestic (@BCCIdomestic) December 3, 2024