Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: গোলাপি টেস্টের প্রস্তুতিতে অজি শিবিরে জোড়া আতঙ্ক! নেটে চোট তিন ও চারের

India vs Australia Test Series: পারথ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। তাদের দাবি যেন আরও জোরালো হয়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়। রোহিত শর্মা এবং শুভমন গিলকে ছাড়াই এত্ত বড় জয়।

IND vs AUS: গোলাপি টেস্টের প্রস্তুতিতে অজি শিবিরে জোড়া আতঙ্ক! নেটে চোট তিন ও চারের
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Dec 03, 2024 | 2:33 PM

ভারতের কাছে গত দুই হোম সিরিজেই হার। এ বার ঘুরে দাঁড়ানোয় নজর অস্ট্রেলিয়ার। যদিও ব্যাকফুটে থাকা ভারতের বিরুদ্ধেও শুরুটা ভালো হয়নি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছিল ভারত। তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন ছিল। অজি মিডিয়ায় ঝড় তোলা হয়েছিল, ভারতকে এই সিরিজে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। পারথ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। তাদের দাবি যেন আরও জোরালো হয়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়। রোহিত শর্মা এবং শুভমন গিলকে ছাড়াই এত্ত বড় জয়।

পারথে জিতে সিরিজে যেমন এগিয়ে ভারত, তেমনই মানসিক ভাবেও। লোকেশ রাহুল দু-ইনিংসেই দুর্দান্ত পারফর্ম করেছেন। যশস্বী ও বিরাটের সেঞ্চুরি। বুমরা, সিরাজ, রানাদের অনবদ্য বোলিং। অজি শিবিরে সবচেয়ে বড় চিন্তার কারণ মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের ফর্ম। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তিন ও চার নম্বর এই দু-জনই সামলান। একে তো ফর্মে নেই, দ্বিতীয়ত অ্যাডিলেড শিবিরের আগে বড় ধাক্কা। গোলাপি টেস্টের আগে চোট মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের।

নেটে স্টিভ স্মিথকে থ্রো ডাউন দিচ্ছিলেন সতীর্থ মার্নাস লাবুশেন। দ্রুত ছুটে আসেন অস্ট্রেলিয়া টিমের ফিজিও। কিছুক্ষণের জন্য নেট ছেড়ে বেরিয়ে যান স্টিভ স্মিথ। পরে অবশ্য অনুশীলন করেছেন। অন্য দিকে, অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরির বোলিং সামলাতে গিয়ে চোট লাগে মার্নাস লাবুশেনের। ছন্দহীন মার্নাস অবশ্য নেট ছাড়েননি। তবে অজি শিবিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলাই যায়।