T20 World Cup: বিশ্ব-রেকর্ডের সামনে ভারতের পেসার অর্শদীপ সিং, চাই তিনটি ডেলিভারি…

Jun 27, 2024 | 4:07 PM

ICC MEN’S T20 WC 2024: জসপ্রীত বুমরার নেতৃত্বে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয় বোলিং আক্রমণ। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট বাঁ হাতি তরুণ পেসার অর্শদীপ সিংয়ের। তিনি কিন্তু বারবার এর জন্য কৃতিত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাকেও। এক প্রান্ত থেকে বুমরা চাপ তৈরি করায় বাকিদের উইকেট পেতে সহজ হয়েছে। এ বার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে অর্শদীপ সিং।

T20 World Cup: বিশ্ব-রেকর্ডের সামনে ভারতের পেসার অর্শদীপ সিং, চাই তিনটি ডেলিভারি...
Image Credit source: PTI

Follow Us

টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত ভারত। আজ সেমিফাইনাল। দুটো ধাপ পেরোতে পারলেই ট্রফি। টিম হিসেবে যেমন ভারতের কাছে আইসিসি ট্রফি জয়ের হাতছানি, তেমনই ব্যক্তিগত রেকর্ডের সুযোগও রয়েছে। আর আজই সেই রেকর্ড হলে আখেরে লাভ ভারতেরই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। ডিফেন্ড করতে নেমে ইংল্যান্ডের কোনও উইকেটই নিতে পারেনি ভারত। ১০ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। গত বার কিন্তু জসপ্রীত বুমরা ছিলেন না।

জসপ্রীত বুমরার নেতৃত্বে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয় বোলিং আক্রমণ। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট বাঁ হাতি তরুণ পেসার অর্শদীপ সিংয়ের। তিনি কিন্তু বারবার এর জন্য কৃতিত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাকেও। এক প্রান্ত থেকে বুমরা চাপ তৈরি করায় বাকিদের উইকেট পেতে সহজ হয়েছে। এ বার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে অর্শদীপ সিং।

এ বারের বিশ্বকাপে ছয় ম্যাচে অর্শদীপ নিয়েছেন ১৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নজির ছিল শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গার। বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে সেই রেকর্ড ছুঁয়েছিলেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও একক ভাবে সেই রেকর্ড এখন ফজলহক ফারুকির ঝুলিতে। তিনি নিয়েছেন ১৭টি উইকেট।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনটি দুর্দান্ত ডেলিভারি এবং উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নজির গড়ার সুযোগ রয়েছে অর্শদীপের কাছে। ভারত ফাইনালে পৌঁছলে, অর্শদীপের কাছে আজকের পরও সুযোগ থাকছে। তবে অর্শদীপ নিশ্চয়ই চাইবেন আজই সেই রেকর্ড হোক এবং রেকর্ড গড়েই টিমকে ফাইনালে তোলার সুযোগ কেই বা হারাতে চাইবেন। সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। ফলে প্রত্যাশা করাই যায়।

Next Article