সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ! বলাই যায়। যৌথভাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। সব মিলিয়ে ২০টি দেশ অংশ নিচ্ছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বেশ কিছু নতুন ভেনুতে হচ্ছে ম্যাচ। প্রথম বার আমেরিকায় পাড়ি দিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। তারাও প্রথম বার খেলছে এবং জয় দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছে আমেরিকার। নানা দিক থেকেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম সেরা। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচই আকর্ষণীয় হয়ে উঠেছে। তৃতীয় ম্যাচটি আরও এক রেকর্ডও গড়ল।
ভারতীয় সময় অনুযায়ী আগের রাতে রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গিয়েছে। পাপুয়া নিউ গিনির মতো তথাকথিত ছোট দলের বিরুদ্ধে কোনওরকমে স্নায়ুর চাপ সামলে জিতেছে দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তেমনই ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে আরও একটা ঐতিহাসিক ম্যাচ দেখা গেল। ওমান বনাম নামিবিয়া ম্যাচের ফয়সালা হল সুপার ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ১২ বছর পর কোনও ম্যাচ সুপার ওভারে গড়াল। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে এটি তৃতীয় সুপার ওভারের ম্যাচ।
বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ছিল বোলআউট। অর্থাৎ ম্যাচ টাই হলে ফয়সালা হবে বোলআউটে। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ বোল আউটেই গড়িয়েছিল। বোলিং করে উইকেটে বল লাগাতে হত। সেই ম্যাচটি টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা। বোল আউটে ৩-০ জিতেছিল ভারত। পরবর্তীতে বোল আউট তুলে সুপার ওভার চালু হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম যে ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছিল তা হল ২০১২ সালে। সে বারের বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। দুটি ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। দুটিই ক্যান্ডিতে। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ সুপার ওভারে গড়ায়। আয়োজক শ্রীলঙ্কা সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছিল। একই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচও সুপার ওভারে গড়ায়। সেটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। এক যুগ পর বিশ্বকাপে সুপার ওভার, ওমানকে হারাল নামিবিয়া।