T20 World Cup 2024: সুযোগ না পাওয়ার অভিমান! বিশ্বকাপ দেখতেই চান না ভারতের তরুণ প্রতিভা

Jul 02, 2024 | 5:54 PM

ভারতীয় অনুরাগীরা এবং দেশের প্রাক্তন ক্রিকেটাররা যখন চাইছেন বিশ্বকাপ আসুক টিম ইন্ডিয়ায় (Team India), সেই সময় রাজস্থান রয়্যালসের এক অলরাউন্ডার অবাক করা মন্তব্য করে বসলেন। ভারতের তরুণ প্রতিভা জানিয়েছেন, তিনি এ বারের বিশ্বকাপ দেখতে চান না। কে বললেন এমন কথা? আর কেনই বললেন এমন কথা?

T20 World Cup 2024: সুযোগ না পাওয়ার অভিমান! বিশ্বকাপ দেখতেই চান না ভারতের তরুণ প্রতিভা
T20 World Cup 2024: সুযোগ না পাওয়ার অভিমান! বিশ্বকাপ দেখতেই চান না ভারতের তরুণ প্রতিভা
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: হইহই করে চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। রবিবার বিশ্বকাপের বল মাঠে গড়িয়েছে। দেখতে দেখতে ইতিমধ্যে ৩টি ম্যাচ হয়ে গিয়েছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। আগামী বুধবার টিম ইন্ডিয়ার ম্যাচ। আইরিশদের বিরুদ্ধে এ বারের টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করবেন রোহিত-বিরাটরা। ভারতীয় অনুরাগীরা এবং দেশের প্রাক্তন ক্রিকেটাররা যখন চাইছেন বিশ্বকাপ আসুক টিম ইন্ডিয়ায় (Team India), সেই সময় রাজস্থান রয়্যালসের এক অলরাউন্ডার অবাক করা মন্তব্য করে বসলেন। ভারতের তরুণ প্রতিভা জানিয়েছেন, তিনি এ বারের বিশ্বকাপ দেখতে চান না। কে বললেন এমন কথা? আর কেনই বললেন এমন কথা?

‘বিশ্বকাপ দেখতেই চান না’ এমন মন্তব্য করা ক্রিকেটার ১৭তম আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। তিনি হলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। বছর ২৩ এর ক্রিকেটার সম্প্রতি অন্য বিতর্কে জড়িয়েছিলেন। আসলে কয়েকদিন আগে তাঁর এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গিয়েছিল তিনি ইউটিউবে বলিউড তারকা সারা আলি খান ও অনন্যা পান্ডেদের ‘হট’ লিখে সার্চ করেছিলেন। এ বার তিনি বিশ্বকাপ দেখতে চান না বলে বিতর্কে জড়ালেন।

ভারত আর্মির সঙ্গে এক আলাপচারিতায় রিয়ান পরাগকে প্রশ্ন করা হয়, তাঁর মতে বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল উঠতে পারে? ওই প্রশ্নের উত্তরে রিয়ান বলেন, ‘মনে হতেই পারে আমি পক্ষপাতী হয়ে উত্তর দিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমি বিশ্বকাপ দেখতেই চাই না। আমি শুধু দেখব শেষ পর্যন্ত বিশ্বকাপ কে জেতে। আর তাতেই আমার শান্তি। যখন আমি বিশ্বকাপের দলে থাকব, তখন এই সব বিষয় নিয়ে ভাবব। তখন দেখা যাবে সেমিফাইনালে কারা ওঠে।’

অসমের ক্রিকেটার রিয়ান পরাগ নিজেও আত্মবিশ্বাসী তিনি ভারতীয় টিমে খেলার যোগ্য। এর আগে তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে টিমে নিতেই হবে। আমার বিশ্বাস একদিন দেশের হয়ে খেলবই। কবে সুযোগ পাব তা নিয়ে অবশ্য পরোয়া করি না।’

 

Next Article