Pakistan Eliminated: বিশ্বকাপে বিদায় পাকিস্তানের, সুপার এইটে আমেরিকা

Jun 14, 2024 | 11:26 PM

ICC MEN’S T20 WC 2024: সুপার ওভারে আমেরিকার দেওয়া ১৯ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে।

Pakistan Eliminated: বিশ্বকাপে বিদায় পাকিস্তানের, সুপার এইটে আমেরিকা
Image Credit source: X

Follow Us

প্রথম দু-ম্যাচে হারের খেসারত দিল পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। বোর্ডে বড় স্কোর করলেও পাকিস্তানের সেরা বোলিং লাইন আপ ম্যাচ জেতাতে পারেনি। সুযোগ এসেছিল। ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। যদিও সুপার ওভারে আমেরিকার দেওয়া ১৯ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে। ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় সরকারি ভাবে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল পাকিস্তানের।

টানা তিন ম্যাচ জিতে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। গ্রুপে পাঁচটি দলের মধ্যে দুটি দল সুপার এইটে জায়গা করে নেবে। দ্বিতীয় স্থানের লড়াইয়ে এগিয়ে ছিল আমেরিকা। প্রথম বার বিশ্বকাপ খেলতে নামা আমেরিকা প্রথম ম্যাচে হারিয়েছিল কানাডাকে। এরপর তারা হারায় পাকিস্তানকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট ছিল তাদের। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে ছিল মাত্র তিন পয়েন্ট।

পাকিস্তানের সামনে অঙ্ক ছিল। প্রথমত ফ্লোরিডা ম্যাচে আমেরিকাকে হারতে হত আয়ারল্যান্ডের কাছে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সুপার এইটে যেত। ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে। আমেরিকার এখন ৫ পয়েন্ট। পাকিস্তান যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়ও তাতে তারা সর্বাধিক ৪ পয়েন্ট অবধিই পৌঁছতে পারবে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় হয়ে গেল পাকিস্তানের।

গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হয়েছিল পাকিস্তান। তারাই এ বার বিদায় নিল প্রথম রাউন্ডে! সুপার এইট নিশ্চিত আমেরিকার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ বাকি পাকিস্তানের।

Next Article