T20 World Cup 2022: বাঁ-হাতি পেস বোলিং বনাম ভারতীয় ব্যাটিং…
India vs Pakistan: ভারতীয় দল এখন আগ্রাসী ব্যাটিংয়ে নজর দেয়। মোলবোর্নে শাহিন আফ্রিদির শুরুর স্পেলে ভারত যদি পাল্টা আক্রমণ করে! তাঁর মনোবল ভেঙে দেয়, হিসেব পাল্টে যেতে পারে।
কলকাতা: ফরম্যাট কিংবা বলের রং যাই হোক, ভারতীয় (Team India) ব্যাটিংয়ে একটা সমস্যা এখনও রয়ে গিয়েছে। বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। কোনও না কোনও সময়ে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাই। অনেক আগের কথাই হোক বা সম্প্রতি এশিয়া কাপ। প্রতিপক্ষ যেই হোক। সেই বোলার অভিজ্ঞ হোক কিংবা নবীশ। ভারত সমস্যায় পড়েছে। মেলবোর্নে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে যা কিছুটা হলেও চিন্তার। প্রতিপক্ষ দলে শাহিন আফ্রিদি (Shaheen Afridi) রয়েছেন। কেন তাঁকে নিয়ে বাড়তি ভাবনা? কারণ খুঁজল TV9Bangla।
গত বছর টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদির শুরুর স্পেলেই ধাক্কা খেয়েছিল ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। একটাই উদাহরণ নয়। এমন আরও অনেক উদাহরণ রয়েছে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হোক কিংবা পাকিস্তানের মহম্মদ আমির। কয়েক মাস আগে ইংল্যান্ড সফরে রিস টপলি। এশিয়া কাপে শ্রীলঙ্কার তরুণ পেসার দিলশান মধুশঙ্কা। এমন নয় যে, বাঁ হাতি পেসারদের সামলে ভারত ম্যাচ জেতেনি কোনওদিন। কিন্তু সমস্যায় পড়েছে তা উড়িয়ে দেওয়া যায় না।
একটু অন্য ফরম্যাটের কথা বলা যাক। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। বড় ভূমিকা নিয়েছিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। অতীত ভেবেই হয়তো মেলবোর্ন ম্যাচেও এই তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত নতুন বলে। ভারতীয় দল এখন আগ্রাসী ব্যাটিংয়ে নজর দেয়। মোলবোর্নে শাহিন আফ্রিদির শুরুর স্পেলে ভারত যদি পাল্টা আক্রমণ করে! তাঁর মনোবল ভেঙে দেয়, হিসেব পাল্টে যেতে পারে। ভারতের টপ অর্ডার এখন যা ফর্মে রয়েছে তাতে সেই সম্ভাবনাই বেশি। শাহিনও চোট সারিয়ে সদ্য ফিরেছেন। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই গতবারের পুনরাবৃত্তি এ বার না হওয়ার সম্ভাবনাই বেশি।