Women’s Hundred: হান্ড্রেডে স্মৃতি মান্ধানা বনাম রিচা ঘোষ, কেমন খেললেন দুই ভারতীয়?

Aug 03, 2024 | 10:49 PM

Smriti Mandhana-Richa Ghosh: এশিয়া কাপ খেলেই স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগের টিমে ছিলেন দু-জনই। এশিয়া কাপ শেষ হতেই যোগ দিয়েছেন। তবে এ বারের হান্ড্রেডে শুরুটা ভালো হল না। জাতীয় দলের সতীর্থ, নিজেদের প্রথম ম্যাচেই ছিলেন প্রতিপক্ষ। কেমন খেললেন ভারতের দুই ক্রিকেটার?

Womens Hundred: হান্ড্রেডে স্মৃতি মান্ধানা বনাম রিচা ঘোষ, কেমন খেললেন দুই ভারতীয়?
Image Credit source: ScreenGrab

Follow Us

সদ্য এশিয়া কাপ খেলেছে ভারত। এ বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এশিয়া কাপও হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটেই। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। ন-বারের প্রতি বারই ফাইনালে উঠেছে ভারত। এ বার অষ্টম ট্রফির লক্ষ্যে নেমেছিল অপরাজিত ভারতীয় দল। যদিও ফাইনালে আয়োজক শ্রীলঙ্কার কাছে হার। বোর্ডে বড় রান থাকলেও ফাইনালে ফিল্ডিং ভালো হয়নি ভারতের। ক্যাচ ফসকেছে, ফিল্ডিংয়ে প্রচুর মিসও। অষ্টম ট্রফি জেতা হয়নি। এশিয়া কাপ খেলেই স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগের টিমে ছিলেন দু-জনই। এশিয়া কাপ শেষ হতেই যোগ দিয়েছেন। তবে এ বারের হান্ড্রেডে শুরুটা ভালো হল না। জাতীয় দলের সতীর্থ, নিজেদের প্রথম ম্যাচেই ছিলেন প্রতিপক্ষ। কেমন খেললেন ভারতের দুই ক্রিকেটার?

মেয়েদের হান্ড্রেডে এ দিন মুখোমুখি হয়েছিল বার্মিংহ্যাম ফিনিক্স ও সাদার্ন ব্রেভ। ফিনিক্স ১৬ রানে হারায় সাদার্ন ব্রেভকে। বার্মিংহ্যাম ফিনিক্সে খেলছেন রিচা ঘোষ। ক্যাপ্টেন এলিস পেরি। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবিতে তাঁরা স্মৃতির ক্যাপ্টেন্সিতেই খেলেন। এখানে প্রতিপক্ষ। ফিনিক্স প্রথমে ব্যাট করে ১০০ বলে ৭ উইকেটে ১৩৭ রান তোলে। যদিও রিচার ব্যাটে বড় ইনিংস আসেনি। পাঁচে নেমে ৯ বলে ৯ রানেই আউট রিচা।

জবাবে সাদার্ন ব্রেভ শুরুটা দুর্দান্ত করেছিল। স্মৃতি মান্ধানা ও ড্যানি ওয়্যাট ওপেন করেন। স্মৃতি তিনটি বাউন্ডারিও মারেন। যদিও ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ৮ বলে ১৫ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। আরসিবিতে তাঁর সতীর্থ এলিস পেরিই আউট করেন স্মৃতিকে। এলিস পেরির ৩ উইকেট। সাদার্ন ব্রেভ ৯৭ বলে ১২১ রানেই অলআউট। ভারতের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা আর কিছুক্ষণ ক্রিজে থাকলে যে ম্যাচের রং বদলে যেতে পারত, এ বিষয়ে সন্দেহ নেই।

Next Article