কলকাতা : ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। এমন সুযোগ হাতছাড়া করতে কে চায়? তাই অক্টোবর-নভেম্বরে ১০ দলের ওডিআই বিশ্বকাপের টিকিট পেতে চান সকলেই। কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে? আইসিসি ইতমধ্যেই দিনক্ষণ জানিয়ে দিয়েছে। ২৫ অগস্ট থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি। ভারতের ম্যাচগুলির টিকিট মিলবে ৩০ অগস্ট থেকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ১৪ অক্টোবরের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর মিলবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট। মূলত অনলাইনে বিক্রি হবে টিকিট। কিন্তু নির্ধারিত দিনে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলিতে গেলেই যে টিকিট পাবেন তা নয়। এ বারের টিকিট বিক্রির প্রক্রিয়া একটু আলাদা। বিশ্বকাপের টিকিট পেতে হলে আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আজ থেকেই শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। কখন শুরু হবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের টিকিট পেতে আইসিসি একটি শর্ত রেখেছে। ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে টিকিটের চাহিদা সম্পর্কে ধারণা পাবে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চাইছে চাহিদার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু করতে। আজ দুপুর সাড়ে তিনটে থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এ বারের বিশ্বকাপে ই টিকিট পাওয়া যাবে না। অনলাইনে টিকিট বুক করার পর অফলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। এই ব্যবস্থায় খুশি ছিলেন না ক্রিকেট সমর্থকরা। পরে আইসিসি এই সমস্যার সমাধান এনেছে। টিকিটের হোম ডেলিভারির ব্য়বস্থা রাখা হয়েছে। টিকিট বুক করার সময়ই হোম ডেলিভারির অপশন মিলবে। তার জন্য ১৪০ টাকা ডেলিভারি ফি দিতে হবে। আবার ফিজিক্যালি নির্দিষ্ট জায়গায় গিয়ে টিকিট সংগ্রহ করার অপশনও থাকছে।
কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে দেখে নিন-