রিটেনশন পর্বের পর আইপিএল ২০২৪ সালের মেগা অকশনের তারিখ ও ভেনুও নিশ্চিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের ক্রিকেটারই আইপিএলের এই মেগা অকশনে নাম নথিভূক্ত করেছেন। সৌদি আরবের শহর জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর দু-দিনের মেগা অকশনে ১৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ইতালির এক ক্রিকেটারও। যা হইচই ফেলে দিয়েছে। ফুটবলে ইতালির জনপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই। ক্রিকেটে পথ চলা অনেক আগে হলেও সেই অর্থে জনপ্রিয় নয়। তবে আইপিএলের ইতিহাসে প্রথম ইতালির কোনও ক্রিকেটার নাম দিয়েছেন। তাঁর সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, মেগা অকশনে ১৫৭৪ ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে দল পাবেন সর্বাধিক ২০৪ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে সর্বাধিক ২৫ জন রাখা যাবে। বিভিন্ন দেশের ক্রিকেটাররাই অকশনে নাম দিয়েছেন। এর মধ্যে আরব আমির শাহি, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে। ইতালি এবং আরব আমির শাহির মাত্র একজন করে রয়েছেন। আমেরিকার ১০ জন। আগ্রহ তুঙ্গে ইতালির থমাস ড্রাকাকে নিয়ে।
ইতালির এই পেসার দেশের জার্সিতে মাত্র ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। নিয়েছেন ৮ উইকেট। ইকোনমি ৪.২৫। এ বছর জুনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। লুক্সেমবার্গের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলেন। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও খেলেছেন ইতালির এই পেসার। মূলত সেখানেই নজর কেড়েছেন। টুর্নামেন্টে যুগ্ম ভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন। ৫ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফরম্যান্সের সুবাদে আত্মবিশ্বাস পেয়েছেন আইপিএলেও ভাগ্য পরীক্ষায়!
1️⃣1️⃣ wickets from just 5️⃣ games!🔥
Italian Fast Bowler Thomas Draca has announced himself in style at the GT20 Canada powering the Brampton Wolves into the qualifiers. 💥#GT20onFanCode pic.twitter.com/ObGWlVAPXh
— FanCode (@FanCode) August 9, 2024