IPL 2025 BREAKING: তারিখ-শহর নিশ্চিত করল বোর্ড, আইপিএলের মেগা অকশনে ১৫৭৪ ক্রিকেটার!
IPL 2025 Mega Auction: আইপিএল ২০২৪ সালের মেগা অকশনের তারিখ ও ভেনু নিশ্চিত করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি মেইলে বোর্ড জানিয়েছে ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের শহর জেদ্দায়। অকশনে নাম দিয়েছেন ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারও। ১৫৭৪ জনের মধ্যে স্লট মাত্র ২০৪।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পর্বের সময়সীমা ছিল ৩১ অক্টোবর। অপেক্ষা ছিল মেগা অকশনের। আইপিএল ২০২৪ সালের মেগা অকশনের তারিখ ও ভেনু নিশ্চিত করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি মেইলে বোর্ড জানিয়েছে ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের শহর জেদ্দায়। দু-দিনের মেগা অকশনে উঠবেন ১৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ১১৬৫ জন। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল এ মাসেই হবে আইপিএলের মেগা অকশন। সৌদি আরবের শহর রিয়াধের কথা শোনা যাচ্ছিল। তবে বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে সৌদি আরবের জেদ্দায় বসছে আইপিএলের মেগা অকশনের আসর।
নিয়ম অনুযায়ী রিটেনশন এবং আরটিম কার্ড মিলিয়ে মোট ছ’জন ক্রিকেটারকে রাখতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলি। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ছ’জন করে রিটেন করেছে। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচজন। পঞ্জাব কিংস মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছে। স্বাভাবিক ভাবেই এ বারের অকশন ঘিরে উন্মাদনা তুঙ্গে। একঝাঁক তারকা ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন। ৩১ অক্টোবর আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিই তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নেই লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব সামলানো লোকেশ রাহুল, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, মেগা অকশনের ১৫৭৪ ক্রিকেটারের তালিকায় ভারতের ৪৮ জন ক্যাপড প্লেয়ার, ২৭২ জন বিদেশি ক্যাপড প্লেয়ার রয়েছেন। ১৫২ জন আনক্যাপড ভারতীয় প্লেয়ার যাঁরা গত আইপিএলেও অকশনের তালিকায় ছিলেন, এ বারও রয়েছে। অতীতে আইপিএলে খেলা ৩ জন বিদেশি আনক্যাপড প্লেয়ারও রয়েছেন। আনক্যাপড ভারতীয় প্লেয়ারের সংখ্যা মোট ৯৬৫। আনক্যাপড বিদেশি প্লেয়ার রয়েছেন ১০৪ জন। সব মিলিয়ে ১৫৭৪ প্লেয়ারের মধ্যে দল পাবেন সর্বাধিক ২০৪ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে সর্বাধিক ২৫জন রাখা যাবে।
এই খবরটিও পড়ুন
এক নজরে দেখা যাক বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন অকশনের তালিকায়- আফগানিস্তান (২৯), অস্ট্রেলিয়া (৭৬), বাংলাদেশ (১৩), কানাডা (৪), ইংল্যান্ড (৫২), আয়ারল্যান্ড (৯), ইতালি (১), নেদারল্যান্ডস (১২), নিউজিল্যান্ড (৩৯), স্কটল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৯১), শ্রীলঙ্কা (২৯), আরব আমির শাহি (১), মার্কিন যুক্তরাষ্ট্র (১০), ওয়েস্ট ইন্ডিজ (৩৩), জিম্বাবোয়ে (৮)।