PM Modi: গায়ানার সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন মোদী, যোগ রাম ভজন অনুষ্ঠানেও
PM Modi: প্রসঙ্গত, ৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে গেলেন। শুরুতে গিয়েছিলেন ব্রাজিলে। যোগ দিয়েছিলেন জি-২০ সম্মেলনে। সেখান থেকে রিও দে জেনেইরো থেকে সোজা গায়ানা।
গায়ানা: যেখানেই তিনি যান তাঁকে ঘিরে উন্মদনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। তাঁর কথা বারেবারে মুগ্ধ হতে দেখা গিয়েছে বিশ্বের তাবড় তাবড় সব রাষ্ট্রনেতাদের। আর তার জেরে ভারতের সঙ্গে একাধিক দেশের বৈদেশিক সম্পর্কের রাস্তাও আগের থেকে অনেকটাই সুগম হয়েছে। তিনি যে গায়ানা সফরে যাচ্ছেন সেই খবর আগেই মিলেছিল। বৃহস্পতিবার গায়ানার সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন তিনি। তা নিয়েই এখন আন্তর্জাতিক আঙিনায় চর্চা তুঙ্গে।
প্রসঙ্গত, ৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে গেলেন। শুরুতে গিয়েছিলেন ব্রাজিলে। যোগ দিয়েছিলেন জি-২০ সম্মেলনে। সেখান থেকে রিও দে জেনেইরো থেকে সোজা গায়ানা। বুধবারই সেখানে পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। সঙ্গে ছিল সেদেশের প্রায় ১ ডজন মন্ত্রী। বৃহস্পতিবারই মোদীকে গায়ানার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিতও করা হয়।
ইতিমধ্যেই গায়ানা সফরের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে তুলেও ধরেছেন মোদী। গান্ধীজির মূর্তির সামনে করজোড়ে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে। যোগ দেন রাম ভজনের অনুষ্ঠানেও। সেই সব ছবি-ভিডিয়োও ইতিমধ্যে সামনে এসেছে।