Netaji: ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আসতে হবে, ২৩ জানুয়ারিতে বার্তা মোদীর
Netaji: আজাদ হিন্দ-এর প্রতি নেতাজির যে নিষ্ঠা ছিল, সে কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "নেতাজির লক্ষ্য ছিল আজাদ হিন্দ। আর সেটা পেতেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি।"
নয়া দিল্লি: নেতাজির জন্মদিনে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘পরাক্রম দিবস’। আর উপলক্ষে সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। তরুণ প্রজন্মকে বলেন, বিকশিত ভারতের অংশ হতে নিজেদের কমফোর্ট জোনকে বেরিয়ে আসতে হবে।
নেতাজির স্মৃতিচারণ করে মোদী বলেন, নেতাজি কখনই নিজেকে কমফোর্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ধনী পরিবারে জন্ম নিয়ে নেতাজি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। একটা আরামের জীবন না বেছে নিয়ে নেতাজি স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।
প্রধানমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এবছর ওডিশার কটকে, নেতাজির জন্মস্থানেও পরাক্রম দিবস পালিত হচ্ছে। ওডিশা সরকারকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।” কটকে নেতাজির জীবন নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
আজাদ হিন্দ-এর প্রতি নেতাজির যে নিষ্ঠা ছিল, সে কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নেতাজির লক্ষ্য ছিল আজাদ হিন্দ। আর সেটা পেতেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। ভারতের স্বাধীনতার জন্যই আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন নেতাজি। সেখানে একজোট হন সাহসী পুরুষ ও মহিলারা।” একথা উল্লেখ করেই মোদী বলেন, দেশের জন্য ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদের দেশের ঐক্য ভাঙতে চায়, তাদের ওপর কড়া নজর রাখতে হবে।
মোদী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নেতাজিকে স্মরণ করে একটি সংগ্রহশালা তৈরি করেছে। ইন্ডিয়া গেটের কাছে নির্মিত নেতাজির মূর্তির কথাও উল্লেখ করেন তিনি।
Paid homage to Netaji Subhas Chandra Bose. Don’t miss the special interaction with my young friends! pic.twitter.com/M6Fg3Npp1r
— Narendra Modi (@narendramodi) January 23, 2025