Tilak Varma : ওডিআই বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হতে পারেন তিলক! কার এমন ভাবনা?
হায়দরাবাদের ২০ বছরের বাঁ হাতি ব্যাটার তিলক ভার্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে নিজের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন।
কলকাতা : তিলক ভার্মা (Tilak Verma)। হায়দরাবাদের ২০ বছরের এই বাঁ হাতি ব্যাটার জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার পরিচয় রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে তাঁর রান সংখ্যা সবচেয়ে বেশি। মাত্র তিনটি ম্যাচ খেলেই ভরসার জায়গা তৈরি করেছেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখলে এই তিলকই অনেক সমস্যার সমাধান হতে পারেন। মনে করছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। জাতীয় দলের একাধিক ব্যাটারের চোট আঘাতের সমস্যা ওডিআই বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) আগে বোর্ডের চিন্তার কারণ। ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের চোট। লোকেশ রাহুল হয়তো ফিরবেন কিন্তু ম্যাচ ফিট হতে তাঁর সময় লাগবে। অশ্বিনের অনুমান, মিডল অর্ডারের সমস্যার অনেকটাই সমাধান হতে পারে যদি তিলক ভার্মাকে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ দেওয়া হয়। বিস্তারিত রইল TV9 Bangla Sports -এর এই প্রতিবেদনে।
২০২০ সাল থেকে ওডিআই ফরম্যাটে ভারতের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে মাঝের ওভারগুলোয় রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুলরা সবচেয়ে সফল। তার মধ্যে চাপের মুখে রাহুলের পারফর্ম করার রেকর্ড ভালো। যে কারণে তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে ফিরলেও ফর্মে পাওয়া যাবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে সেভাবে আপডেট নেই। অশ্বিন বলছেন, আইয়ার এশিয়া কাপের আগে সুস্থ না হয়ে উঠলে নির্বাচন কমিটির উচিত তিলক ভার্মাকে এশিয়া কাপের টিমে সুযোগ দিয়ে বিশ্বকাপের জন্য তৈরি করা। অশ্বিনের এই ভাবনাকে সমর্থন করেছেন নির্বাচন কমিটির প্রাক্তন চেয়ারম্যান এমএসকে প্রসাদ। তাঁর মতে, শ্রেয়াস আইয়ার ফিট হলেও ১৫ জনের স্কোয়াডে তিলক ভার্মাকে রাখা কোনও সমস্যা হবে না।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “বিশ্বকাপ টিমে জায়গা করে নেওয়ার জোর দাবিদার তিলক। যদি আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ না থাকে তাহলে কি তিলক ভার্মাকে নিয়ে চিন্তাভাবনা করা হবে? কারণ সঞ্জু স্যামসন ওডিআইতে ভালো পারফর্ম করেছিলেন। তিলক ভার্মাকে নিয়ে মজাদার বিষয় হল ও বাঁ হাতি ব্যাটার। ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটারের অভাব রয়েছে। ব্যাটিং অর্ডারের প্রথম সাতের মধ্যে জাড্ডুই একমাত্র বাঁ হাতি ব্যাটার।” তিনি আরও বলেন,”এশিয়া কাপে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের ফেরার আশা করছি। কিন্তু এটাও শোনা যাচ্ছে, এশিয়া কাপের জন্য তাঁদের পাওয়া যাবে না। আমরা জানি না যে ওদের চোট কতটা গুরুতর। এই পরিস্থিতিতে কোনও ক্রিকেটারকে যদি পরখ করে নেওয়া যায় সেটা তিলক ভার্মা হতেই পারে। আমি ওকে নিয়ে বাজি ধরছি।”