নয়াদিল্লি: ‘একবার রোহিত শর্মা এবং ঋতিকা আমাদের বাড়িতে এসেছিলেন। ঋতিকা এসে আমাদের বাড়িতে মেঝেতেই বসে পড়েছিল।’ সম্প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী ঋতিকা সজদের (Ritika Sajdeh) সরলতার কথা প্রকাশ্যে আনলেন তিলক ভার্মার (Tilak Varma) বাবা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ডাক পেয়েছেন তরুণ তুর্কি তিলক ভার্মা। রোহিত শর্মার সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয়। আইপিএলের দৌলতে। আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিলক গত ২টো মরসুম খেলেছেন। চলতি বছরের আইপিএলে মুম্বইয়ের জার্সিতে ছাপ রেখেছেন তিলক। এ বার তাঁর সামনে টিম ইন্ডিয়ায় অভিষেকের হাতছানি। তাঁর আগে তিলকের বাবা শোনালেন হিটম্যানের স্ত্রীর অজানা গল্প। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচের টেস্ট সিরিজের আজ শেষ অর্থাৎ পঞ্চম দিন। প্রথম টেস্ট ৩ দিনে শেষ হয়েছিল। আর দ্বিতীয় টেস্ট গড়াল পুরো ৫দিনে। এর পর রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওডিআই সিরিজ। আর তারপর ৩ অগস্ট থেকে শুরু হবে এই ২ দেশের টি-২০ সিরিজ। বর্তমানে তিলক ভার্মা বার্বাডোজে রয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে রয়েছেন তিলক ভার্মা। ভারতীয় টিমে ছেলের ডেবিউ হওয়ার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা ও তাঁর স্ত্রীর সরলতার কথা তুলে ধরলেন তিলক ভার্মার বাবা নাগারাজু ভার্মা।
তিলক ভার্মার বাবা নাগারাজু জানান, আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্স টিম সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে হায়দরাবাদে যখন গিয়েছিল তখন তাঁদের বাড়িতে গিয়েছিল। আসলে তিলকের বাড়িতে রোহিত শর্মাসহ বেশ কয়েকজন ক্রিকেটার নৈশভোজে গিয়েছিলেন। সেই সময় রোহিত শর্মার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেই সময় ঋতিকা মেঝেতে বসেছিলেন। যা দেখে তিলকের পরিবারের সদস্যরা তাঁকে অনুরোধ করেছিল চেয়ারে বসার জন্য। তখন রোহিতপত্নী ঋতিকা বলেন, ‘আমি যদি চেয়ারে বসি তা হলে মনে হবে তোমাদের বাড়ি, আর মেঝেতে বসলে মনে হবে এটা আমাদের বাড়ি। এই কথা থেকেই বোঝা যায় তাঁরা কতটা সরল মনের মানুষ।’