ওয়ার্নার খেলা মানেই বিপক্ষ চাপে : টিম পেইন

Jan 06, 2021 | 4:40 PM

স্কোরবোর্ডে বড় রান রাখতে টিম পেইনদের (Tim Paine) বাজি ডেভিড ওয়ার্নার (David Warner)।

ওয়ার্নার খেলা মানেই বিপক্ষ চাপে : টিম পেইন
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি?

Follow Us

সিডনি: অজিঙ্ক রাহানেদের থামাতে সিডনিতে একগুচ্ছ ভাবনা নিয়ে নামছে অস্ট্রেলিয়া। আর স্কোরবোর্ডে বড় রান রাখতে টিম পেইনদের (Tim Paine) বাজি ডেভিড ওয়ার্নার (David Warner)। ফিটনেস নিয়ে যতই আলোচনা থাকুক, ওয়ার্নার ছাড়া অজি ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়বে না, স্বীকার করে নিচ্ছে বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন: টিমে ফিরলেন রোহিত, সিডনিতে অভিষেক নভদীপের

সিডনি টেস্টে নামার আগের দিন পেইন সরাসরি বলছেনও, “ওয়ার্নার যখন খেলে, আমরা টিম হিসেবে আরও বেশি মেলে ধরতে পারি নিজেদের। ওর রান পাওয়া মানে মনোবল বেড়ে যাওয়া। আমার তো মনে হয়, ওয়ার্নার খেললে বিপক্ষের ওপর চাপ তৈরি হয়।”

আরও পড়ুন: সিডনি যেন মুম্বইময়!

অস্ট্রেলিয়ার প্রথম একাদশের ঘোষণা না করলেও পেইন ইঙ্গিত দিয়েছেন, তরুণ উইল পুকোভস্কি (Will Pucovski) ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেন। অজি ক্যাপ্টেন বলেছেন, “উইল খুব ভালো ফর্মে আছে। কয়েক সপ্তাহের জন্য ও বাবলের বাইরে ছিল। যে কারণে ফ্রেশ। নেটে বেশ ভালো ব্যাটিং করছে। তৃতীয় টেস্টে খেললে উইল ওপেন করবে।”

আরও পড়ুন: এমপিএলে অর্থ বিনিয়োগ, স্বার্থের সংঘাতে বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার সব থেকে বড় সমস্যা প্রথম দিকে রান না পাওয়া। লাবুসেন ও স্মিথ মিডল অর্ডারে তেমন ছাপ ফেলতে পারেনি। যদিও টিম পেইন বলেছেন, “ওয়ার্নার দলে ফিরলে মিডল অর্ডারে স্বস্তি মিলবে। যে কোনও দিন আমরা রানে ফিরব।”

Next Article